ETV Bharat / city

দুর্গাপুর সেপকো টাউনশিপে থেকে উদ্ধার নরকঙ্কাল - সেপকো টাউনশীপে থেকে উদ্ধার নরকঙ্কাল

সোপকো টাউনশিপের 3এ/3 নম্বর স্ট্রিটের এক বাসিন্দা প্রথম কঙ্কালটি দেখতে পান ৷

দুর্গাপুর
দুর্গাপুর
author img

By

Published : Feb 3, 2021, 10:54 PM IST

দুর্গাপুর, 3 ফেব্রুয়ারি : দুর্গাপুর থানার অন্তর্গত সেপকো টাউনশিপ এলাকা থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। আজ বিকেলে ওই টাউনশিপের একটি প্লটে কঙ্কালটি প্রথম দেখতে পান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷ ঘটনাস্থানে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কঙ্কালটিকে ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, সোপকো টাউনশিপের 3এ/3 নম্বর স্ট্রিটের এক বাসিন্দা প্রথম কঙ্কালটি দেখতে পান ৷ আজ বিকেলে ওই প্লটের একটি কুলগাছ থেকে কুল পাড়ার সময় মানুষের মাথার খুলি দেখতে পান ওই ব্যক্তি । তারপরই এলাকায় খবরটি জানাজানি হয় ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷

আরও পড়ুন :কোকওভেনের বন্ধ কারখানায় মিলল মাথার খুলি-হাড়গোড়

প্রসঙ্গত, দিন কয়েক আগে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বন্ধ কারখানা থেকেও মানুষের কঙ্কাল উদ্ধার হয় । মাটির নীচে বস্তার ভিতরে ভড়া ছিল আস্ত কঙ্কাল ৷ স্থানীয়দের অনুমান ওই এলাকা পরিত্যক্ত হওয়ায় কাউকে খুন করে সেখানে পুঁতে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

দুর্গাপুর, 3 ফেব্রুয়ারি : দুর্গাপুর থানার অন্তর্গত সেপকো টাউনশিপ এলাকা থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। আজ বিকেলে ওই টাউনশিপের একটি প্লটে কঙ্কালটি প্রথম দেখতে পান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷ ঘটনাস্থানে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কঙ্কালটিকে ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, সোপকো টাউনশিপের 3এ/3 নম্বর স্ট্রিটের এক বাসিন্দা প্রথম কঙ্কালটি দেখতে পান ৷ আজ বিকেলে ওই প্লটের একটি কুলগাছ থেকে কুল পাড়ার সময় মানুষের মাথার খুলি দেখতে পান ওই ব্যক্তি । তারপরই এলাকায় খবরটি জানাজানি হয় ৷ খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় ৷

আরও পড়ুন :কোকওভেনের বন্ধ কারখানায় মিলল মাথার খুলি-হাড়গোড়

প্রসঙ্গত, দিন কয়েক আগে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বন্ধ কারখানা থেকেও মানুষের কঙ্কাল উদ্ধার হয় । মাটির নীচে বস্তার ভিতরে ভড়া ছিল আস্ত কঙ্কাল ৷ স্থানীয়দের অনুমান ওই এলাকা পরিত্যক্ত হওয়ায় কাউকে খুন করে সেখানে পুঁতে দেওয়া হয় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.