ETV Bharat / city

কর্মরত অবস্থায় খনি শ্রমিকের মৃত্যু, চিকিৎসক না থাকার অভিযোগে বিক্ষোভ

খনিতে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক ৷ কোলিয়ারি ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সে সময় সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না ৷ আর তার জেরেই চিকিৎসা না পেয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় ওই শ্রমিকের ৷ ঘটনার পর মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা ৷

death
শ্রমিকের মৃতদেহ ঘিরে বিক্ষোভ
author img

By

Published : Feb 7, 2020, 11:25 PM IST

অন্ডাল, 7 ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যুর ঘটনার জেরে কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের । অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারির ঘটনা । মৃত ওই ECL কর্মীর নাম বীরালাল কিস্কু (54) ৷ অভিযোগ, তাঁর অসুস্থতার কোলিয়ারির ডিসপেন্সারিতেকোনও চিকিৎসক ছিলেন না ৷ তাই অসুস্থ হওয়ার পর প্রাথমিক চিকিৎসাটুকু পাননি বীরালাল ৷ সেই কারণেই অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গতকাল খনি কর্মীরা কাজ বন্ধ রাখেন ৷ মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঘটনার দায় ECL কর্তৃপক্ষের উপরই চাপাচ্ছেন শ্রমিকরা ৷

গতকাল অন্যদিনের মতো নিজের কাজে যোগ দিয়েছিলেন বীরালাল ৷কাজ করতে করতে হঠাৎই দুপুর 1টা 30 মিনিট নাগাদ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে কোলিয়ারির ডিসপেন্সারিতে নিয়ে যান ৷ কিন্তু সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ খনি কর্মীরা ৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান বীরালাল ৷ অভিযোগ, ECL কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বীরালালের ৷ প্রায়ই খনিতে ডাক্তার উপস্থিত থাকেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ অভিযোগ, সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ ৷

ঘটনার পর খনি কর্মীরা কাজ বন্ধ করে দেন ৷ বীরালালের মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের কথায়, "নিয়ম মতো কোলিয়ারিতে একজন ডাক্তার থাকার কথা ৷ কিন্তু ডাক্তার যদি নিয়মিত না আসেন তবে এইরকম আকস্মিক দুর্ঘটনায় কী হবে ?" প্রশ্ন তুলছেন শ্রমিকরা ৷ এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার দিলীপ কুমারকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি ৷

অন্ডাল, 7 ফেব্রুয়ারি: কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যুর ঘটনার জেরে কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের । অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারির ঘটনা । মৃত ওই ECL কর্মীর নাম বীরালাল কিস্কু (54) ৷ অভিযোগ, তাঁর অসুস্থতার কোলিয়ারির ডিসপেন্সারিতেকোনও চিকিৎসক ছিলেন না ৷ তাই অসুস্থ হওয়ার পর প্রাথমিক চিকিৎসাটুকু পাননি বীরালাল ৷ সেই কারণেই অসুস্থ হওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পর গতকাল খনি কর্মীরা কাজ বন্ধ রাখেন ৷ মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ঘটনার দায় ECL কর্তৃপক্ষের উপরই চাপাচ্ছেন শ্রমিকরা ৷

গতকাল অন্যদিনের মতো নিজের কাজে যোগ দিয়েছিলেন বীরালাল ৷কাজ করতে করতে হঠাৎই দুপুর 1টা 30 মিনিট নাগাদ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে কোলিয়ারির ডিসপেন্সারিতে নিয়ে যান ৷ কিন্তু সেখানে কোনও ডাক্তার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ খনি কর্মীরা ৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান বীরালাল ৷ অভিযোগ, ECL কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বীরালালের ৷ প্রায়ই খনিতে ডাক্তার উপস্থিত থাকেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা ৷ অভিযোগ, সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ ৷

ঘটনার পর খনি কর্মীরা কাজ বন্ধ করে দেন ৷ বীরালালের মৃতদেহ খনির মুখে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের কথায়, "নিয়ম মতো কোলিয়ারিতে একজন ডাক্তার থাকার কথা ৷ কিন্তু ডাক্তার যদি নিয়মিত না আসেন তবে এইরকম আকস্মিক দুর্ঘটনায় কী হবে ?" প্রশ্ন তুলছেন শ্রমিকরা ৷ এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার দিলীপ কুমারকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে পারেননি ৷

Intro:কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু।ঘটনার জেরে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ খনিশ্রমিকদের ।

অন্ডাল- কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু।ঘটনার জেরে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ খনিশ্রমিকদের । ঘটনা অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারির।
বৃহস্পতিবার সকালে নিজের কাজে যোগ দিয়েছিলেন বীরালাল কিস্কু (৫৪)নামে এক ইসিএল কর্মী ।কর্মরত অবস্থায়আজ দুপুর ১:৩০ মিনিট নাগাদ হঠাৎ প্রচন্ড বুকে ব্যথা অনুভব করেন তিনি ।সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে কোলিয়ারির ডিস্পেন্সারিতে নিয়ে যান । কিন্তু সেখানে ডাক্তার অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ খনিশ্রমিকদের এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান বীরালাল । মৃত খনি শ্রমিকের এক সহকর্মী জানান ,আজ কোলিয়ারি তে ডাক্তার উপস্থিত থাকলে হয়তো মারা যেত না তাকে বাঁচানো যেত ।তাই এই ঘটনার ইসিএল কর্তৃপক্ষের ওপরই চাপাচ্ছেন খনির শ্রমিকরা । খনি শ্রমিকদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই একটা প্রাণ চলে গেল । খনিশ্রমিকদের আরো অভিযোগ প্রায়ই খনিতে ডাক্তার অনুপস্থিত থাকেন ।খনি কর্তৃপক্ষ সেটা দেখেও না দেখার ভান করছেন । খনি শ্রমিকদের দাবি ,নিয়ম তে কোলিয়ারি তে একজন ডাক্তার থাকার কথা কিন্তু সেই ডাক্তার কোলিয়ারি তে যদি অনুপস্থিত থাকেন তাহলে খনিশ্রমিকদের আকস্মিক দুর্ঘটনায় কি হবে ? প্রশ্ন উঠছে ।
এই ঘটনার জেরে খনি কর্মীরা খনির কাজ বন্ধ রেখে মৃত বিরালাল এর মৃতদেহ খনির মুখের কাছে রেখে বিক্ষোভ সামিল হন এবং কোলিয়ারির ম্যানেজমেন্টের ক্ষোভ উগরে দেন । যদিও সংশ্লিষ্ট কোলিয়ারির ম্যানেজার দিলীপ কুমার এই দুর্ঘটনার কারণ সম্পর্কে সদর্থক উত্তর দিতে অক্ষম হন ।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.