ETV Bharat / city

আমফানের প্রভাব দুর্গাপুরে, ভাঙল গাছ, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি - দুর্গাপুর

আমফানের প্রভাবে দুর্গাপুরের সকাল থেকেই ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। একটানা এই ঝড়-বৃষ্টির জেরে যেন অলিখিত কারফিউ জারি হয়েছে শহরজুড়ে। নিউটাউনশিপ থানার অন্তর্গত এই ABL কলোনিতে ঝোড়ো হওয়ার কারণে ছটি বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে উপড়ে পড়ে যায় ।সঙ্গে সঙ্গে এই কলোনিতে চারটি গাছ ভেঙে পড়ে ।

cyclone amphan
আমফান
author img

By

Published : May 20, 2020, 7:38 PM IST

দুর্গাপুর, 20 মে: সুপার সাইক্লোন আমফানের প্রভাবে বিপর্যস্ত রাজ্যের বহু জেলা। দুর্গাপুরের ABLকলোনিতে ছটি বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু গাছ ভেঙে পড়ল ।যুদ্ধকালীন তৎপরতায় বৈদ্যুতিক খুঁটি গুলিকে ফের পোঁতার কাজ চলছে।

আমফানের প্রভাবে দুর্গাপুরের সকাল থেকেই ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। একটানা এই ঝড়-বৃষ্টির জেরে যেন অলিখিত কারফিউ জারি হয়েছে শহরজুড়ে। এমনিতেই লকডাউন চলছে। তার উপর এই আমফানের প্রভাব ।সব মিলিয়ে দুর্গাপুরে দুপুর গড়াতে না গড়াতেই শ্মশানের নিস্তব্ধতা ।গৃহবন্দী সাধারণ মানুষ। শ্রমিক নগরীর রাস্তায় আজ আর শ্রমিকদের দেখা মেলেনি। বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির মাত্রা হঠাৎ বাড়তে থাকে। দুর্গাপুরের সাজানো ABL কলোনি। নিউটাউনশিপ থানার অন্তর্গত এই ABL কলোনিতে ঝোড়ো হওয়ার কারণে ছটি বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে উপড়ে পড়ে যায় ।সঙ্গে সঙ্গে এই কলোনিতে চারটি গাছ ভেঙে পড়ে ।WBSEDCL বিদ্যুৎ যোগান দেয় এই কলোনিতে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ABL কর্তৃপক্ষের । দ্রুত ঘটনাস্থানে আসেন বিদ্যুৎ কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতের খুঁটিগুলিকে পুনরায় মাটিতে পোঁতার কাজ চালাচ্ছে ।গাছগুলো কেটে ফেলে রাস্তা পরিষ্কার করা হচ্ছে ।

দুর্গাপুরের কমলপুর, রঘুনাথপুর ,ধোয়াডাঙ্গা ,আমরাই নিলডাঙ্গা ,কুড়ুরিয়া ডাঙ্গা, রাঁচি কলোনি ,বরফকল বস্তি সহ বেশ কিছু এলাকায় বেশকিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।আমফানের প্রভাবে দুর্গাপুরের বহু জায়গায় আতঙ্কিত মানুষ ।বিশেষ করে দুর্গাপুর নগর নিগমের 1,2,11, 12 ,13, 21, 22 ,23,40,41 নম্বর ওয়ার্ডের বস্তির বাসিন্দারা আতঙ্কিত । তাঁরা বুধবার সকাল থেকেই কার্যত আতঙ্কের প্রহর গুনছেন। দামোদর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরম আতঙ্কে।

দুর্গাপুর, 20 মে: সুপার সাইক্লোন আমফানের প্রভাবে বিপর্যস্ত রাজ্যের বহু জেলা। দুর্গাপুরের ABLকলোনিতে ছটি বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু গাছ ভেঙে পড়ল ।যুদ্ধকালীন তৎপরতায় বৈদ্যুতিক খুঁটি গুলিকে ফের পোঁতার কাজ চলছে।

আমফানের প্রভাবে দুর্গাপুরের সকাল থেকেই ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি। একটানা এই ঝড়-বৃষ্টির জেরে যেন অলিখিত কারফিউ জারি হয়েছে শহরজুড়ে। এমনিতেই লকডাউন চলছে। তার উপর এই আমফানের প্রভাব ।সব মিলিয়ে দুর্গাপুরে দুপুর গড়াতে না গড়াতেই শ্মশানের নিস্তব্ধতা ।গৃহবন্দী সাধারণ মানুষ। শ্রমিক নগরীর রাস্তায় আজ আর শ্রমিকদের দেখা মেলেনি। বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির মাত্রা হঠাৎ বাড়তে থাকে। দুর্গাপুরের সাজানো ABL কলোনি। নিউটাউনশিপ থানার অন্তর্গত এই ABL কলোনিতে ঝোড়ো হওয়ার কারণে ছটি বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে উপড়ে পড়ে যায় ।সঙ্গে সঙ্গে এই কলোনিতে চারটি গাছ ভেঙে পড়ে ।WBSEDCL বিদ্যুৎ যোগান দেয় এই কলোনিতে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ABL কর্তৃপক্ষের । দ্রুত ঘটনাস্থানে আসেন বিদ্যুৎ কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতের খুঁটিগুলিকে পুনরায় মাটিতে পোঁতার কাজ চালাচ্ছে ।গাছগুলো কেটে ফেলে রাস্তা পরিষ্কার করা হচ্ছে ।

দুর্গাপুরের কমলপুর, রঘুনাথপুর ,ধোয়াডাঙ্গা ,আমরাই নিলডাঙ্গা ,কুড়ুরিয়া ডাঙ্গা, রাঁচি কলোনি ,বরফকল বস্তি সহ বেশ কিছু এলাকায় বেশকিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।আমফানের প্রভাবে দুর্গাপুরের বহু জায়গায় আতঙ্কিত মানুষ ।বিশেষ করে দুর্গাপুর নগর নিগমের 1,2,11, 12 ,13, 21, 22 ,23,40,41 নম্বর ওয়ার্ডের বস্তির বাসিন্দারা আতঙ্কিত । তাঁরা বুধবার সকাল থেকেই কার্যত আতঙ্কের প্রহর গুনছেন। দামোদর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরম আতঙ্কে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.