ETV Bharat / city

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ইট ছোড়ার জন্যই কি পুলিশের অতি সক্রিয়তা ? - slum area

পুলিশ ও দুর্গাপুরের নিশাটহাট বস্তিবাসীদের মধ্য়ে বচসা । চলে বোমাবাজি । দফায় দফায় ইটবৃষ্টিতে জখম কয়েকজন পুলিশকর্মী । এখনও থমথমে পরিবেশ ।

toto
author img

By

Published : Jun 8, 2019, 2:59 PM IST

দুর্গাপুর, 8 জুন : দুই যুবকের কথা কাটাকাটি দিয়ে শুরু । আর তাকে কেন্দ্র করে গতরাতে রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের নিশানহাট বস্তি এলাকা । ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা দুর্গাপুর "এ" জ়োন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় । তারপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা । পরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনার কথা চাউর হতেই এ জ়োন ফাঁড়িতে ভিড় জমায় পুরুষ মহিলা নির্বিশেষে নিশানহাট বস্তি এলাকার বাসিন্দারা । শুরু হয় ইটবৃষ্টি । দফায় দফায় ইটবৃষ্টির জেরে জখম হন কয়েকজন পুলিশকর্মী । তাঁদের মধ্যে রয়েছেন দুর্গাপুর থানার IC গৌতম তালুকদার ও CI (A) ।

এরপর DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশবাহিনী । পরিস্থিতি মোকাবিলার জন্য তারা নিশানহাটে ঢুকতে গেলে এলাকাবাসী তাদের আক্রমণ করে । চলে বোমাবাজি । যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স, র‍্যাফে ও বিশাল পুলিশবাহিনী । স্থানীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় ঢোকে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 40 জনকে আটক করে ।

এই ঘটনার জেরে আজ সকালে নিশানহাট বস্তির বাসিন্দারা থানায় পুলিশি অত্যাচারের অভিযোগ জানায় । তাদের অভিযোগ, পুলিশ রাতে তাদের বাড়িতে ঢুকে বেপরোয়া লাঠিচার্জ করে । তারা বাড়ির সামনে দাঁড় করানো অনেকগুলি টোটো ভেঙে দেয় বলেও অভিযোগ জানায় বাসিন্দারা । এছাড়াও পুলিশের পক্ষ থেকেও ইটবৃষ্টির অভিযোগ আনে তারা ।

মূলত অবাঙালি বাসিন্দাদের প্রাধান্য এই নিশানহাট বস্তি এলাকায় । তবে এই ঘটনায় কি রাজনৈতিক কোনও ইন্ধন রয়েছে? অভিযোগ, গতরাতে যারা "এ" জ়োন ফাঁড়ির দিকে লক্ষ্য করে ইট ছোড়ে, তাদের মুখে শোনা গেছে "জয় শ্রীরাম" ধ্বনি । আজ ওই বস্তির মহিলারা দাবি করে, বস্তি থেকে পুলিশ যাদের ধরে নিয়ে গেছে তাদের দু'ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে । যদি তা না করা হয়, তবে তারা ফের ফাঁড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দেয় । সব মিলিয়ে এখনও থমথমে দুর্গাপুরের নিশানহাট বস্তি ।

দুর্গাপুর, 8 জুন : দুই যুবকের কথা কাটাকাটি দিয়ে শুরু । আর তাকে কেন্দ্র করে গতরাতে রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের নিশানহাট বস্তি এলাকা । ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা দুর্গাপুর "এ" জ়োন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় । তারপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা । পরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনার কথা চাউর হতেই এ জ়োন ফাঁড়িতে ভিড় জমায় পুরুষ মহিলা নির্বিশেষে নিশানহাট বস্তি এলাকার বাসিন্দারা । শুরু হয় ইটবৃষ্টি । দফায় দফায় ইটবৃষ্টির জেরে জখম হন কয়েকজন পুলিশকর্মী । তাঁদের মধ্যে রয়েছেন দুর্গাপুর থানার IC গৌতম তালুকদার ও CI (A) ।

এরপর DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশবাহিনী । পরিস্থিতি মোকাবিলার জন্য তারা নিশানহাটে ঢুকতে গেলে এলাকাবাসী তাদের আক্রমণ করে । চলে বোমাবাজি । যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স, র‍্যাফে ও বিশাল পুলিশবাহিনী । স্থানীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় ঢোকে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 40 জনকে আটক করে ।

এই ঘটনার জেরে আজ সকালে নিশানহাট বস্তির বাসিন্দারা থানায় পুলিশি অত্যাচারের অভিযোগ জানায় । তাদের অভিযোগ, পুলিশ রাতে তাদের বাড়িতে ঢুকে বেপরোয়া লাঠিচার্জ করে । তারা বাড়ির সামনে দাঁড় করানো অনেকগুলি টোটো ভেঙে দেয় বলেও অভিযোগ জানায় বাসিন্দারা । এছাড়াও পুলিশের পক্ষ থেকেও ইটবৃষ্টির অভিযোগ আনে তারা ।

মূলত অবাঙালি বাসিন্দাদের প্রাধান্য এই নিশানহাট বস্তি এলাকায় । তবে এই ঘটনায় কি রাজনৈতিক কোনও ইন্ধন রয়েছে? অভিযোগ, গতরাতে যারা "এ" জ়োন ফাঁড়ির দিকে লক্ষ্য করে ইট ছোড়ে, তাদের মুখে শোনা গেছে "জয় শ্রীরাম" ধ্বনি । আজ ওই বস্তির মহিলারা দাবি করে, বস্তি থেকে পুলিশ যাদের ধরে নিয়ে গেছে তাদের দু'ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে । যদি তা না করা হয়, তবে তারা ফের ফাঁড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দেয় । সব মিলিয়ে এখনও থমথমে দুর্গাপুরের নিশানহাট বস্তি ।

Intro:সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের নিশানহাট বস্তি এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে শুক্রবার রাতে। নিশানহাট বস্তি এলাকার বাসিন্দারা এজোন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে এলে পুলিশের সাথে প্রথমে বচসা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে। কিন্তু এর পরেই নিসানহাট বস্তি থেকে বেরিয়ে আসে শয়ে শয়ে মানুষ। এ-জোন ফাঁড়িতে শুরু হয় ইঁট বৃষ্টি। দফায় দফায় এই ইট বৃষ্টির জেরে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।দুর্গাপুর থানার অফিসার-ইন-চার্জ গৌতম তালুকদার,সার্কেল ইন্সপেক্টর (এ) আহত হন। ঘটনাস্থলে ডিসিপি(পুর্ব) অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরে পরিস্থিতির মোকাবিলা করতে নিশানহাটে ঢুকতে গেলে পুলিশের ওপর ব্যাপক বোমাবাজি চালায়। এরপরেই আরো অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। কমব্যাট ফোর্স, র‍্যাপ ছাড়াও বিশাল পুলিশবাহিনী এলাকায় ঢোকে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 40 জনকে আটক করে। আজ সকালে সেই বস্তির বাসিন্দারা পুলিশি অত্যাচারের অভিযোগ জানায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ রাতে বাড়িতে ঢুকে লাঠিচার্জ করে বেপরোয়াভাবে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনেকগুলি টোটো ভেঙে দিয়েছে।এছাড়াও প্রচুর ইটবৃষ্টি করে পুলিশের পক্ষ থেকেও বলে অভিযোগ এলাকাবাসীর। কিন্তু নিশানহাট বস্তির বাসিন্দারা যাই অভিযোগ তুলুন না কেন, শুক্রবার তারা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। আইন কে নিজের হাতে তুলে নিতে দেখা গেছে নিশানহাট বস্তির আবালবৃদ্ধবনিতাদেরকে। শুক্রবার রাতে এলাকার মহিলাদেরকেও দেখা যায় ফাঁড়িতে এসে এই বৃষ্টিতে সামিল হতে। মূলত অবাঙালি বাসিন্দাদের প্রাধান্য এই বস্তি এলাকায়। এই ঘটনায় কি কোন রাজনৈতিক ইন্ধন ছিল প্রশ্ন উঠছে? শুক্রবার সন্ধ্যায় যারা ফাঁড়ির দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে তাদের মুখে ""জয় শ্রীরাম"" ধ্বনিও শোনা যায় বলে অভিযোগ। সব মিলিয়ে থমথমে এখন নিশানহাট বস্তি। এই বস্তির মহিলারা আজ সকালে আওয়াজ তুলেছেন যাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদেরকে দু'ঘণ্টার মধ্যে ছেড়ে না দেওয়া হলে ফের তারা থানা ঘেরাও করবেন।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.