ETV Bharat / city

বিপজ্জনক ভাবে নদী পারাপার, স্থায়ী সেতুর দাবি ফরিদপুরে - বিপজ্জনক নদী পারাপার

নদীর জলে আবারও ভেসে গিয়েছে দুর্গাপুরের (Durgapur) কুনুর নদীর উপরে থাকা অস্থায়ী সেতু (Bridge Collapsed) ৷ তাই বিপজ্জনকভাবেই নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় মানুষকে ৷ স্থায়ী সেতুর দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা ৷

bridge collapsed at durgapur, people demanding permanent bridge over kunur river
সেতু ভেঙে বিপজ্জনক নদী পারাপার, ফি বছর একই ছবি দুর্গাপুরে
author img

By

Published : Jul 4, 2021, 5:39 PM IST

দুর্গাপুর, 4 জুলাই : জলের তোড়ে ভেসে গিয়েছে নদীর অস্থায়ী সেতু ৷ ঘুরপথে যেতে গেলে প্রায় 20-25 কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হয় ৷ অগত্যা জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন চলছে পারাপার ৷

দুর্গাপুরের (Durgapur) এই ছবি তুলে ধরেছে সেখানকার মানুষদের দুর্ভোগ ও যন্ত্রণার কাহিনি ৷ ফরিদপুর ব্লকের জেমুয়া পঞ্চায়েত এবং কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে কুনুর নদী। তার উপর দিয়ে অস্থায়ী সেতু পেরিয়েই রোজ বহু মানুষের যাতায়াত ৷ কিন্তু নদীর জল সেই সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপর ভাঙাচোরা পাইপের উপর দিয়েই রোজ যাতায়াত করছেন স্থানীয় মানুষ ৷ ব্যবসার মালপত্র, সাইকেল, বাইক নিয়েই চলছে ঝুঁকির পারাপার ৷

আকন্দারা, কাঁটাবেড়িয়া, ঘটকডাঙা, সরস্বতীগঞ্জ-সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষজন ব্যবসার মালপত্র নিয়ে এই অস্থায়ী ব্রিজ পেরিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে যান ব্যবসার কাজে । বর্তমানে তাঁদের চরম সমস্যার মধ্যে নদী পারাপার করতে হচ্ছে । নদী পেরোতে গিয়ে অনেকেই জলে পড়ে যাচ্ছেন ৷ বাইক, সাইকেল, জিনিসপত্র ঠেলে তুলতে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের ৷

আরও পড়ুন: কুয়োয় পড়লেন বৃদ্ধা, বাঁচাতে ঝাঁপ ব্যক্তির

এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয় ৷ সেতু ভেঙে মাঝেমধ্যেই এই বিপত্তির মুখে পড়তে হয় স্থানীয়দের ৷ তাই এই নদীর উপর একটি ছোট স্থায়ী সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠেছে ৷ একমাত্র তবেই এই সফর-যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে বলে মত এলাকার বাসিন্দাদের ৷

বিপজ্জনক ভাবে নদী পারাপার, স্থায়ী সেতুর দাবি ফরিদপুরে

মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায়ও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন, "সত্যিই মানুষের দুর্ভোগের কারণ এই রাস্তা ।" তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন: রাজ্য স্বনির্ভর, বিশ্বভারতীর সঙ্গে কাজ করার পরিকল্পনা নেই, মন্তব্য ইন্দ্রনীল সেনের

প্রতিশ্রুতি তো মিলেছে, তবে তাতে কাজ কতদিনে হয়, তা নিয়ে চিন্তায় এলাকাবাসী ৷ দীর্ঘদিনের দাবির পরেও এ ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে তাঁদের অভিযোগ ৷ এ বার যদি স্থায়ী সেতু তৈরি হয়, সেই আশাতেই রয়েছেন স্থানীয়রা ৷

দুর্গাপুর, 4 জুলাই : জলের তোড়ে ভেসে গিয়েছে নদীর অস্থায়ী সেতু ৷ ঘুরপথে যেতে গেলে প্রায় 20-25 কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হয় ৷ অগত্যা জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন চলছে পারাপার ৷

দুর্গাপুরের (Durgapur) এই ছবি তুলে ধরেছে সেখানকার মানুষদের দুর্ভোগ ও যন্ত্রণার কাহিনি ৷ ফরিদপুর ব্লকের জেমুয়া পঞ্চায়েত এবং কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের মাঝে বয়ে গিয়েছে কুনুর নদী। তার উপর দিয়ে অস্থায়ী সেতু পেরিয়েই রোজ বহু মানুষের যাতায়াত ৷ কিন্তু নদীর জল সেই সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপর ভাঙাচোরা পাইপের উপর দিয়েই রোজ যাতায়াত করছেন স্থানীয় মানুষ ৷ ব্যবসার মালপত্র, সাইকেল, বাইক নিয়েই চলছে ঝুঁকির পারাপার ৷

আকন্দারা, কাঁটাবেড়িয়া, ঘটকডাঙা, সরস্বতীগঞ্জ-সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষজন ব্যবসার মালপত্র নিয়ে এই অস্থায়ী ব্রিজ পেরিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে যান ব্যবসার কাজে । বর্তমানে তাঁদের চরম সমস্যার মধ্যে নদী পারাপার করতে হচ্ছে । নদী পেরোতে গিয়ে অনেকেই জলে পড়ে যাচ্ছেন ৷ বাইক, সাইকেল, জিনিসপত্র ঠেলে তুলতে প্রাণ ওষ্ঠাগত স্থানীয়দের ৷

আরও পড়ুন: কুয়োয় পড়লেন বৃদ্ধা, বাঁচাতে ঝাঁপ ব্যক্তির

এটা অবশ্য নতুন কোনও ঘটনা নয় ৷ সেতু ভেঙে মাঝেমধ্যেই এই বিপত্তির মুখে পড়তে হয় স্থানীয়দের ৷ তাই এই নদীর উপর একটি ছোট স্থায়ী সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠেছে ৷ একমাত্র তবেই এই সফর-যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে বলে মত এলাকার বাসিন্দাদের ৷

বিপজ্জনক ভাবে নদী পারাপার, স্থায়ী সেতুর দাবি ফরিদপুরে

মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায়ও এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন, "সত্যিই মানুষের দুর্ভোগের কারণ এই রাস্তা ।" তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন: রাজ্য স্বনির্ভর, বিশ্বভারতীর সঙ্গে কাজ করার পরিকল্পনা নেই, মন্তব্য ইন্দ্রনীল সেনের

প্রতিশ্রুতি তো মিলেছে, তবে তাতে কাজ কতদিনে হয়, তা নিয়ে চিন্তায় এলাকাবাসী ৷ দীর্ঘদিনের দাবির পরেও এ ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে তাঁদের অভিযোগ ৷ এ বার যদি স্থায়ী সেতু তৈরি হয়, সেই আশাতেই রয়েছেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.