ETV Bharat / city

দুর্গাপুরের কমলপুরে উদ্ধার তাজা বোমা - bomb recover

দুর্গাপুরের কমলপুরে গতকাল তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে BJP ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 4, 2020, 12:33 PM IST

দুর্গাপুর, 4 নভেম্বর : তিনটি তাজা বোমা উদ্ধার হল দুর্গাপুরে ৷ শহরের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ৷

এদিকে গতকাল বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে BJP ও তৃণমূলের অভিযোগ ও পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । একদিকে BJP-র অভিযোগ, এলাকায় নবনির্মিত আদিবাসী গাঁওতা কার্যালয় তৈরি করায় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করার পরিকল্পনা করেছে । সেই কারণে বোমা মজুত করেছে । অন্যদিকে, তৃণমূলের পালটা অভিযোগ, BJP-র দুষ্কৃতীরা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বোমা মজুত করেছে । তাঁদের দাবি, অবিলম্বে BJP-র দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে ।

দুর্গাপুরের কমলপুরে উদ্ধার তাজা বোমা

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত ঘোষ বলেন, "পুলিশি তদন্তের দাবি জানিয়েছি । BJP কর্মীরা বোমা রেখেছে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য ।"

দুর্গাপুর, 4 নভেম্বর : তিনটি তাজা বোমা উদ্ধার হল দুর্গাপুরে ৷ শহরের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ৷

এদিকে গতকাল বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে BJP ও তৃণমূলের অভিযোগ ও পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । একদিকে BJP-র অভিযোগ, এলাকায় নবনির্মিত আদিবাসী গাঁওতা কার্যালয় তৈরি করায় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করার পরিকল্পনা করেছে । সেই কারণে বোমা মজুত করেছে । অন্যদিকে, তৃণমূলের পালটা অভিযোগ, BJP-র দুষ্কৃতীরা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বোমা মজুত করেছে । তাঁদের দাবি, অবিলম্বে BJP-র দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে ।

দুর্গাপুরের কমলপুরে উদ্ধার তাজা বোমা

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত ঘোষ বলেন, "পুলিশি তদন্তের দাবি জানিয়েছি । BJP কর্মীরা বোমা রেখেছে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.