ETV Bharat / city

দুর্গাপুর পৌরনিগমে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল - বিজেপি

23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই সবার কাছে আবেদন করেছেন, এলাকায় শান্তি বজায় রাখার জন্য । অন্যদিকে, দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ডের প্রায় 50 জন বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও স্থানীয় তৃণমূল কর্মীরা ।

BJP workers returns to their home with help of local Trinamool leaders in Durgapur
দুর্গাপুর পৌরনিগমে ঘড়ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
author img

By

Published : May 8, 2021, 2:44 PM IST

Updated : May 8, 2021, 5:00 PM IST

দুর্গাপুর, 8 মে : বিধানসভার ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসার অভিযোগ উঠেছে । অনেক জেলায় বিজেপি কর্মীদের মারধর, ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ ৷ কিন্তু, অন্য ছবি দেখা গেল দুর্গাপুর পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ড সহ অন্যান্য এলাকায় ৷ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাঁই নিজের উদ্যোগে বিওজিএল কলোনিতে ঘরছাড়া বিজেপি পরিবারকে ঘরে ফেরালেন ৷ সেই সঙ্গে শিবমন্দির এলাকায় ভোটের ফলাফলের পরে ভাঙচুর হওয়া কিছু দোকানদারকে আশ্বস্ত করলেন, নতুন করে তাঁদের দোকান তৈরি করে দেওয়ার ৷

23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই সবার কাছে আবেদন করেছেন, এলাকায় শান্তি বজায় রাখার জন্য । অন্যদিকে, দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ডের প্রায় 50 জন বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও স্থানীয় তৃণমূল কর্মীরা । 18 নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তিতে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যান ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ মণ্ডল । তাঁরা বিজেপি কর্মীদের ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছেন ৷

দুর্গাপুর পৌরনিগমে ঘড়ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল

আরও পড়ুন : ঘরে ফেরানোর দাবি নানুরের ঘরছাড়াদের, মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ

দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শান্তি ফেরাতে শাসকদলকে আসরে নামতে দেখা যাচ্ছে । গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূল নেতারা যে ভূমিকা নিচ্ছেন তার প্রশংসা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও । দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা চৌধুরী তাঁর ফেসবুক আ্যকাউন্টে লেখেন, কোনওভাবেই যেন বিজেপির কোনও কর্মীকে মারধর বা তাঁদের বাড়িতে আক্রমণ না করা হয় ৷ সব মিলিয়ে দুর্গাপুরে শান্তির পরিবেশ ফিরছে ৷

দুর্গাপুর, 8 মে : বিধানসভার ফলপ্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসার অভিযোগ উঠেছে । অনেক জেলায় বিজেপি কর্মীদের মারধর, ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ ৷ কিন্তু, অন্য ছবি দেখা গেল দুর্গাপুর পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ড সহ অন্যান্য এলাকায় ৷ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাঁই নিজের উদ্যোগে বিওজিএল কলোনিতে ঘরছাড়া বিজেপি পরিবারকে ঘরে ফেরালেন ৷ সেই সঙ্গে শিবমন্দির এলাকায় ভোটের ফলাফলের পরে ভাঙচুর হওয়া কিছু দোকানদারকে আশ্বস্ত করলেন, নতুন করে তাঁদের দোকান তৈরি করে দেওয়ার ৷

23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই সবার কাছে আবেদন করেছেন, এলাকায় শান্তি বজায় রাখার জন্য । অন্যদিকে, দুর্গাপুরের 15 নম্বর ওয়ার্ডের প্রায় 50 জন বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও স্থানীয় তৃণমূল কর্মীরা । 18 নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তিতে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যান ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ মণ্ডল । তাঁরা বিজেপি কর্মীদের ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছেন ৷

দুর্গাপুর পৌরনিগমে ঘড়ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল

আরও পড়ুন : ঘরে ফেরানোর দাবি নানুরের ঘরছাড়াদের, মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ

দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শান্তি ফেরাতে শাসকদলকে আসরে নামতে দেখা যাচ্ছে । গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূল নেতারা যে ভূমিকা নিচ্ছেন তার প্রশংসা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও । দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা চৌধুরী তাঁর ফেসবুক আ্যকাউন্টে লেখেন, কোনওভাবেই যেন বিজেপির কোনও কর্মীকে মারধর বা তাঁদের বাড়িতে আক্রমণ না করা হয় ৷ সব মিলিয়ে দুর্গাপুরে শান্তির পরিবেশ ফিরছে ৷

Last Updated : May 8, 2021, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.