ETV Bharat / city

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র : সূর্যকান্ত - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

সূর্যকান্ত মিশ্র বলেন, যে পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম আমাদের রাজ্য ।

State and central government failing to deal with Covid 19 situation said Suryakanta Mishra
State and central government failing to deal with Covid 19 situation said Suryakanta Mishra
author img

By

Published : Apr 16, 2021, 1:19 PM IST

দুর্গাপুর, 16 এপ্রিল : "কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র ৷" দুর্গাপুরে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ এদিন দুর্গাপুরে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন সূর্যকান্ত মিশ্র ৷ ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন তিনি ।

এবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের সংযুক্ত মোর্চার দুই প্রার্থী যথাক্রমে সিপিআইএম-এর আভাস রায়চৌধুরী ও কংগ্রেস প্রার্থী দেবেশ মজুমদার ৷ তাঁদের সমর্থনেই রোড শো হয় শুক্রবার । রোড শো-র পুরোভাগে ছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ প্রচারে ছিলেন সংযুক্ত মোর্চার কয়েকশো কর্মী-সমর্থক । দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় দীর্ঘ 4 কিলোমিটার রাস্তায় চলে প্রচার ।

দুর্গাপুরে প্রচারে সূর্যকান্ত মিশ্র

আরও পড়ুন: হামলা হলে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কে মরল দেখার দরকার নেই : রাহুল সিনহা

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, "যে পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম আমাদের রাজ্য । দাবি করছি, বয়স দেখে ভ্যাকসিন নয়, সবাইকে ভ্যাকসিন দিতে হবে । অবিলম্বে হাসপাতালগুলিতে শয্যা বাড়াতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ ৷"

দুর্গাপুর, 16 এপ্রিল : "কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য ও কেন্দ্র ৷" দুর্গাপুরে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ এদিন দুর্গাপুরে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন সূর্যকান্ত মিশ্র ৷ ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন তিনি ।

এবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের সংযুক্ত মোর্চার দুই প্রার্থী যথাক্রমে সিপিআইএম-এর আভাস রায়চৌধুরী ও কংগ্রেস প্রার্থী দেবেশ মজুমদার ৷ তাঁদের সমর্থনেই রোড শো হয় শুক্রবার । রোড শো-র পুরোভাগে ছিলেন সূর্যকান্ত মিশ্র ৷ প্রচারে ছিলেন সংযুক্ত মোর্চার কয়েকশো কর্মী-সমর্থক । দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় দীর্ঘ 4 কিলোমিটার রাস্তায় চলে প্রচার ।

দুর্গাপুরে প্রচারে সূর্যকান্ত মিশ্র

আরও পড়ুন: হামলা হলে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কে মরল দেখার দরকার নেই : রাহুল সিনহা

এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, "যে পাঁচটি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে অন্যতম আমাদের রাজ্য । দাবি করছি, বয়স দেখে ভ্যাকসিন নয়, সবাইকে ভ্যাকসিন দিতে হবে । অবিলম্বে হাসপাতালগুলিতে শয্যা বাড়াতে হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকার কোভিড পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.