দুর্গাপুর, 3 এপ্রিল : কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে বক্স বাজিয়ে মনোনয়ন দাখিল করতে গেলেন রানীগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর ৷ শনিবার মনোনয়ন দাখিল করে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করলেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর বার্তা, কৃষি রাজ্যবাসীর ভিত্তি আর শিল্প এই রাজ্যের ভবিষ্যৎ ৷ এই স্লোগানকে সামনে রেখেই তিনি নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন হেমন্ত প্রভাকর ৷
আরও পড়ুন : মনোনয়ন জমা দিয়ে মীনাক্ষীকে শুভেচ্ছা ঐশীর
টাটা গোষ্ঠীকে সিঙ্গুরে আনার সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘‘কৃষি আমাদের ভিত্তি, আর শিল্প আমাদের ভবিষ্যৎ’’ ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের সেই স্লোগানকেই এবার হাতিয়ার করে নির্বাচনী লড়াইয়ে নামছেন রানীগঞ্ঝ বিধানসভার সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর ৷ আজ দুর্গাপুরে মনোনয়ন দাখিল করার পর একথা বলেন তিনি ৷ সংযুক্ত মোর্চা সমর্থিত এই প্রার্থী বিজেপি ও তৃণমূলকে নিশানা করে বলেন, ‘‘যারা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর কথা বলছে, তারা অন্য রাজ্যগুলিকে কি সোনার বানাতে পেরেছে?’’ তিনি জানান, সংযুক্ত মোর্চার মূল্য লক্ষ্যই হবে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রদান ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ৷