ETV Bharat / city

পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - বিধানসভা ভোট 2021

পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের লবনা পাড়া এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ একই সঙ্গে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে ।

পান্ডবেশ্বরে বিজেপির উপর হামলা
পান্ডবেশ্বরে বিজেপির উপর হামলা
author img

By

Published : Apr 27, 2021, 5:06 PM IST

Updated : Apr 28, 2021, 11:53 AM IST

দুর্গাপুর, ২৭ এপ্রিল : ভোট পরবর্তী হিংসার ঘটনা পাণ্ডবেশ্বর বিধানসভার সংখ্যালঘু অধ্যুষিত লবনাপাড়া গ্রামে । দুই বুথের বিজেপি বুথ সভাপতিরা অভিযোগ করেন, শাসকদলের কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালিয়েছে ৷ অপরদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, হার নিশ্চিত জেনেই এলাকায় এই ধরনের মিথ্যা রটনা করছে বিজেপি ।

পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের লবনা পাড়া এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ একই সঙ্গে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে । লবনা পাড়া এলাকার 222 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি হাসিবুল মিদ্যা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর বাড়িতে আচমকাই হামলা চালায় ৷ এলাকায় তাঁদের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগও করেছেন তিনি । অন্যদিকে 223 নম্বর বুথের সভাপতি লাল্টু রুইদাসও একই অভিযোগ করেন শাসকদলের বিরুদ্ধে ৷ কাজে যাওয়ার সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ । লাউদোহা ফরিদপুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

অপরদিকে অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতা আরমিয়া মল্লিক জানান, এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি । হেরে যাওয়ার ভয়েই বিজেপি কর্মীরা এই ধরণের রটনা রটাচ্ছে । লবনাপাড়া এলাকার শান্তি নষ্ট করছে বিজেপি ৷ উত্তেজনা থাকায় এলাকায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

দুর্গাপুর, ২৭ এপ্রিল : ভোট পরবর্তী হিংসার ঘটনা পাণ্ডবেশ্বর বিধানসভার সংখ্যালঘু অধ্যুষিত লবনাপাড়া গ্রামে । দুই বুথের বিজেপি বুথ সভাপতিরা অভিযোগ করেন, শাসকদলের কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালিয়েছে ৷ অপরদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য, হার নিশ্চিত জেনেই এলাকায় এই ধরনের মিথ্যা রটনা করছে বিজেপি ।

পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের লবনা পাড়া এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ একই সঙ্গে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠল শাসকদলের বিরুদ্ধে । লবনা পাড়া এলাকার 222 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি হাসিবুল মিদ্যা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর বাড়িতে আচমকাই হামলা চালায় ৷ এলাকায় তাঁদের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগও করেছেন তিনি । অন্যদিকে 223 নম্বর বুথের সভাপতি লাল্টু রুইদাসও একই অভিযোগ করেন শাসকদলের বিরুদ্ধে ৷ কাজে যাওয়ার সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ । লাউদোহা ফরিদপুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

অপরদিকে অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতা আরমিয়া মল্লিক জানান, এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি । হেরে যাওয়ার ভয়েই বিজেপি কর্মীরা এই ধরণের রটনা রটাচ্ছে । লবনাপাড়া এলাকার শান্তি নষ্ট করছে বিজেপি ৷ উত্তেজনা থাকায় এলাকায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

Last Updated : Apr 28, 2021, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.