দুর্গাপুর, ৩ মে : বুদবুদে ভোট পরবর্তী হিংসা ৷ বেশ কিছু তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ পুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িও ৷
আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বুদবুদ থানার অন্তর্গত কাকোরা এলাকায় জয়ের উল্লাসে মেতেছিলেন তৃণমূলের কর্মীরা ৷ সোমবার সকালে চলছিল সবুজ আবির খেলা ৷ সেই সময় হঠাৎই জঙ্গল থেকে তির ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা আক্রমণ করেন বলে অভিযোগ ৷ বেশ কিছু বাড়িতে আগুনও ধরিয়ে দেয় বিজেপি সমর্থকরা ৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কিছু তৃণমূল কর্মী- সমর্থক ৷ তিরবিদ্ধ হয়ে জখম তৃণমূল কর্মীদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷
আরও পড়ুন : বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ ৷ কেন্দ্রীয় বাহিনীও যায় ওই এলাকায় । অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকেরাই বহু বাড়িঘর ভেঙেছে ৷ বাড়িঘরও তৃণমূলই পুড়িয়েছে বলে অভিযোগ বিজেপির ।