দুর্গাপুর, 24 মে : শ্মশানের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতিতে ৷ জানা গিয়েছে, দুর্গাপুর পৌরনিগমের 15নং ওয়ার্ডে শ্মশানের সঙ্গে লাগোয়া একটি মন্দির এবং ফাঁকা জমি আছে ৷ অভিযোগ সেই শ্মশান ও মন্দিরের জমির পাঁচিল রাতের অন্ধকারে ভেঙে ফেলে কয়েকজন ৷ শ্মশান ও মন্দির পরিচালন কমিটির অভিযোগ এর পিছনে স্থানীয় কয়েকজন প্রমোটারের হাত রয়েছে (allegation of occupy crematorium land in Benachiti of Durgapur) ৷ এই ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছে পরিচালন কমিটি ৷ ফুটেজে এক ব্যক্তি দাঁড়িয়ে থেকে দু’জনকে দিয়ে পাঁচিল ভাঙাতে দেখা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, সমস্যার সূত্রপাত শ্মশান ও মন্দির লাগোয়া একটি জমিকে কেন্দ্র করে ৷ মন্দির কমিটির অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রমোটার শ্মশানের ওই জমিটি দখল করতে চাইছে ৷ এনিয়ে গতকাল এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ শ্মশান ও মন্দির পরিচালন কমিটি অভিযোগ করেছে, ওই প্রমোটারি সংস্থা শ্মশানের পিছনে একটি আবাসন প্রকল্প তৈরির পরিকল্পনা করছে ৷ সেই প্রকল্পের জন্য রাস্তা বের করতে শ্মশানের ওই খালি জমিটি দখলের চেষ্টা করছে ৷ আর তাতে বাধা দেওয়ায় সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
এনিয়ে 15নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী অভিযোগ করেছেন, তিনি সমস্যার সমাধানের জন্য ঘটনাস্থলে গেলে তাঁকে হেনস্থা করা হয় ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নামানো হয় ৷ জমি জরিপের জন্য পুলিশের তরফেই দুর্গাপুর পৌরনিগম এবং পূর্ত দফতরের আধিকারিকদের ডাকা হয় ৷ তাঁরা জমি মাপজোক করে এবং পৌরনিগমের মৌজা মানচিত্র দেখে জানান, পাঁচিল দিয়ে ঘেরা জমিটি সরকারিভাবে শ্মশান হিসাবে উল্লেখ করা আছে ৷ এরপর পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য কয়েকদিনের সময় চেয়ে নেন সরকারি আধিকারিকরা ৷
আরও পড়ুন : Firhad Hakim blames Left front : খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের
এই সময়ের মধ্যে যাতে কেউ আইন না ভাঙে এবং জমি দখল না করে ৷ তার জন্য পুলিশের তরফে উভয়পক্ষকেই আবেদন করা হয় ৷ কিন্তু, এদিন সকালে শ্মশান পরিচালন কমিটি ফের পুলিশের দ্বারস্থ হয় ৷ তাঁদের অভিযোগ, রাতে এক ব্যক্তি দু’জনকে দিয়ে শ্মশানের ওই পাঁচিল ভেঙে গুড়িয়ে দিয়েছে ৷ শ্মশানের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে ৷ পুলিশের কাছে সেই ফুটেজ জমা দেওয়া হয়েছে ৷ ফুটেজ দেখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করেছে বলে জানা গিয়েছে ৷ কিন্তু, ওই ব্যক্তি কেন এমনটা করলেন ? সেই প্রশ্নই উঠছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ফের শ্মশান চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ৷