ETV Bharat / city

Agitation by 100 Days Workers : মিলছে না 100 দিনের কাজের টাকা ! দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

author img

By

Published : Apr 29, 2022, 3:10 PM IST

অভিযোগ, দুর্গাপুরের বিদবিহার গ্রামপঞ্চায়েত এলাকায় প্রায় এক বছর ধরে টাকা পাচ্ছেন না একশো দিনের শ্রমিকরা ৷ সেই বকেয়া টাকা দাবি করে এ বার বিক্ষোভ শুরু করলেন তাঁরা (Agitation by Workers for Demand of One hundred days Work Arrears in Durgapur) ৷ পঞ্চায়েত ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

Agitation by Workers for Demand of One hundred days Work Arrears in Durgapur
Agitation by Workers for Demand of One hundred days Work Arrears in Durgapur

দুর্গাপুর, 29 এপ্রিল : কারও এক বছর, তো কারও 6 মাস, কারও তার থেকেও বেশি ৷ অভিযোগ, প্রায় ছয় থেকে এক বছর ধরে বকেয়া একশো দিনের কাজের টাকা ৷ বকেয়া সেই টাকা মেটানোর দাবিতে এ বার বিক্ষোভ শুরু করলেন শ্রমিকরা (Agitation by 100 Days Workers) ৷ দুর্গাপুরের কাঁকসার বিদবিহারের কাজলাডিহির ঘটনায় পঞ্চায়েত ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ বিক্ষুব্ধ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কাঁকসা তৃণমূলের কোরকমিটি ৷

এ দিন সকাল থেকে বিদবিহার গ্রামপঞ্চায়েতের কাজলাডিহিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন একশো দিনের শ্রমিকরা (Agitation by Workers for Demand of One hundred days Work Arrears in Durgapur) ৷ তাঁদের অভিযোগ, প্রায় 1 বছর হয়ে গেলেও তাঁরা একশো দিনের কাজের টাকা পাননি ৷ এই পরিস্থিতিতে শ্রমিকরা তাঁদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ৷ এ নিয়ে স্থানীয় তৃণমূল কোরকমিটির এক সদস্য অভিযোগ করেছেন, শ্রমিকরা লাগাতার 100 দিনের কাজের প্রকল্পে নিজের শ্রম দিয়ে চলেছেন ৷ কিন্তু, সময়ে তাঁরা পারিশ্রমিক পাচ্ছেন না ৷ শুধু 100 দিনের কাজ নয় ৷ সেই কাজ শেষে রক্ষণাবেক্ষণের কাজও করেন এই শ্রমিকরা ৷ কিন্তু, দীর্ঘদিন ধরে তাঁদের পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : Water Camp by TMC Youth : দুর্গাপুরে জলসত্রের ব্যবস্থা তৃণমূল যুব কংগ্রেসের

তার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে ৷ ফলে কাজ করতে সমস্যা হচ্ছে শ্রমিকদের ৷ একশো দিনের কাজের টাকা না পাওয়ায় তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা ৷ তাই বকেয়া টাকা মেটানোর দাবিতে এ দিন সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা ৷ দ্রুত বকেয়া টাকা না মেটালে পঞ্চায়েত অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

একশো দিনের কাজের টাকা বাকি থাকার অভিযোগ, দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : আইওসি-র এলপিজি প্লান্টে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

এ নিয়ে একশো দিনের কাজের সুপারভাইজার জয়দেব মণ্ডলের দাবি, শ্রমিকদের কিছু টাকা বাকি আছে ৷ আর তার খতিয়ান পঞ্চায়েতে জমা দিয়েছেন তিনি ৷ দ্রুত সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও যাবে বলে তিনি জানিয়েছেন ৷ এ নিয়ে বিদবিহার গ্রামপঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, মার্চ মাস অর্থবর্ষের শেষ মাস ৷ তাই কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ বকেয়া টাকা খুব দ্রুত শ্রমিকরা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

দুর্গাপুর, 29 এপ্রিল : কারও এক বছর, তো কারও 6 মাস, কারও তার থেকেও বেশি ৷ অভিযোগ, প্রায় ছয় থেকে এক বছর ধরে বকেয়া একশো দিনের কাজের টাকা ৷ বকেয়া সেই টাকা মেটানোর দাবিতে এ বার বিক্ষোভ শুরু করলেন শ্রমিকরা (Agitation by 100 Days Workers) ৷ দুর্গাপুরের কাঁকসার বিদবিহারের কাজলাডিহির ঘটনায় পঞ্চায়েত ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ বিক্ষুব্ধ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কাঁকসা তৃণমূলের কোরকমিটি ৷

এ দিন সকাল থেকে বিদবিহার গ্রামপঞ্চায়েতের কাজলাডিহিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন একশো দিনের শ্রমিকরা (Agitation by Workers for Demand of One hundred days Work Arrears in Durgapur) ৷ তাঁদের অভিযোগ, প্রায় 1 বছর হয়ে গেলেও তাঁরা একশো দিনের কাজের টাকা পাননি ৷ এই পরিস্থিতিতে শ্রমিকরা তাঁদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ৷ এ নিয়ে স্থানীয় তৃণমূল কোরকমিটির এক সদস্য অভিযোগ করেছেন, শ্রমিকরা লাগাতার 100 দিনের কাজের প্রকল্পে নিজের শ্রম দিয়ে চলেছেন ৷ কিন্তু, সময়ে তাঁরা পারিশ্রমিক পাচ্ছেন না ৷ শুধু 100 দিনের কাজ নয় ৷ সেই কাজ শেষে রক্ষণাবেক্ষণের কাজও করেন এই শ্রমিকরা ৷ কিন্তু, দীর্ঘদিন ধরে তাঁদের পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : Water Camp by TMC Youth : দুর্গাপুরে জলসত্রের ব্যবস্থা তৃণমূল যুব কংগ্রেসের

তার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে ৷ ফলে কাজ করতে সমস্যা হচ্ছে শ্রমিকদের ৷ একশো দিনের কাজের টাকা না পাওয়ায় তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা ৷ তাই বকেয়া টাকা মেটানোর দাবিতে এ দিন সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা ৷ দ্রুত বকেয়া টাকা না মেটালে পঞ্চায়েত অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

একশো দিনের কাজের টাকা বাকি থাকার অভিযোগ, দুর্গাপুরে বিক্ষোভ শ্রমিকদের

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : আইওসি-র এলপিজি প্লান্টে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

এ নিয়ে একশো দিনের কাজের সুপারভাইজার জয়দেব মণ্ডলের দাবি, শ্রমিকদের কিছু টাকা বাকি আছে ৷ আর তার খতিয়ান পঞ্চায়েতে জমা দিয়েছেন তিনি ৷ দ্রুত সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও যাবে বলে তিনি জানিয়েছেন ৷ এ নিয়ে বিদবিহার গ্রামপঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, মার্চ মাস অর্থবর্ষের শেষ মাস ৷ তাই কিছু সমস্যা দেখা দিয়েছিল ৷ বকেয়া টাকা খুব দ্রুত শ্রমিকরা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.