ETV Bharat / city

Durgapur Treatment Negligence Allegation : হার্টের অসুখ সারাতে বসানো যন্ত্র বেরিয়ে এল বুক ফুঁড়ে, গাফিলতিতে অভিযুক্ত বেসরকারি হাসপাতাল - Latest News on Durgapur

হার্টের সমস্যার জন্য বছর ছয়েক আগে পেসমেকার লাগানো হয়েছিল কাশীনাথ চৌধুরীর বুকে । গত বছরের শেষের দিকে একটি সিআরটি ডিভাইস তাঁর বুকে বসাতে হয় । অভিযোগ, হৃদরোগ সারানোর সেই যন্ত্র বসানোর পর বুক ফুঁড়ে বেরিয়ে এসেছে (a private hospital of durgapur accused in treatment negligence) ৷

a-private-hospital-of-durgapur-accused-in-treatment-negligence
Durgapur Treatment Negligence Allegation : হার্টের অসুখ সারাতে বসানো যন্ত্র বেরিয়ে এল বুক ফুঁড়ে, গাফিলতিতে অভিযুক্ত বেসরকারি হাসপাতাল
author img

By

Published : Feb 23, 2022, 9:09 PM IST

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি : হৃদরোগ সারানোর যন্ত্র বসানোর পর বুক ফুঁড়ে বেরিয়ে এল সেই যন্ত্র ৷ এমনই অভিযোগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে (a private hospital of durgapur accused in treatment negligence) । এই অভিযোগে সেখানে বিক্ষোভও দেখান রোগীর পরিজনেরা ৷

রোগীর পরিজনদের দাবি, হার্টের সমস্যার জন্য বছর ছয়েক আগে পেসমেকার লাগানো হয়েছিল কাশীনাথ চৌধুরীর বুকে । এমনিতে ভালোই ছিলেন । কিন্তু গত বছরের শেষের দিকে কিছু সমস্যা দেখা দেওয়ায় একটি কার্ডিয়্যাক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি ডিভাইস (সিআরটি-ডি) তাঁর বুকে বসাতে হয় । আর তাতেই বিপত্তি । সুস্থ হওয়া তো দূর, সেই যন্ত্র এখন কাশীনাথের বুকের চামড়া ফুঁড়ে বেরিয়ে এসেছে ।

এর ফলে ক্রমশই অবনতি হচ্ছে বছর তিয়াত্তরের বৃদ্ধের শারীরিক অবস্থার । এই পরিস্থিতিতে যে বেসরকারি হাসপাতালে সিআরটি-ডি বসানো হয়েছিল, তারা হাত তুলে নিয়েছে । হাসপাতালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী-সহ জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে বৃদ্ধের পরিবার । কিন্তু তাঁর চিকিৎসার বন্দোবস্ত এখনও করা যায়নি ।

হার্টের অসুখ সারাতে বসানো যন্ত্র বেরিয়ে এল বুক ফুঁড়ে, গাফিলতিতে অভিযুক্ত বেসরকারি হাসপাতাল

ওই বৃদ্ধের আত্মীয়দের দাবি, ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিল । পরে ওই জায়গায় ইনফেকশন হয়ে যায় । ক্রমশ ফুটো বড় হয়ে মেশিনটা বেরিয়ে আসে । এখন তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ । পরিবারের দাবি, বেসরকারি হাসপাতালে 6 লাখ 70 হাজার টাকা খরচ করে চিকিৎসা করানো হয় । কিন্তু এখন হাসপাতালে কর্তৃপক্ষ আর কোনও দায় নিতে চাইছে না। বলছে, ভালো কোনও হাসপাতালে নিয়ে যেতে ।

দুর্গাপুর স্টিল প্লান্টের মেন হাসপাতালের এক প্রাক্তন ড্রেসার শঙ্কর দাস প্রতিদিন কাশীনাথের বাড়িতে এসে ক্ষতের জায়গায় ড্রেসিং করেন । তিনি বলেন, ‘‘ওঁর অবস্থার কিন্তু অবনতি হচ্ছে ।’’ অসুস্থ বৃদ্ধকে এখন কোথায় চিকিৎসা করানো যাবে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা ।

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতিতে ডব্লিউবিসিএস আধিকারিকের মৃত্যুর অভিযোগ, জরিমানা 2টি হাসপাতালকে

দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি : হৃদরোগ সারানোর যন্ত্র বসানোর পর বুক ফুঁড়ে বেরিয়ে এল সেই যন্ত্র ৷ এমনই অভিযোগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে (a private hospital of durgapur accused in treatment negligence) । এই অভিযোগে সেখানে বিক্ষোভও দেখান রোগীর পরিজনেরা ৷

রোগীর পরিজনদের দাবি, হার্টের সমস্যার জন্য বছর ছয়েক আগে পেসমেকার লাগানো হয়েছিল কাশীনাথ চৌধুরীর বুকে । এমনিতে ভালোই ছিলেন । কিন্তু গত বছরের শেষের দিকে কিছু সমস্যা দেখা দেওয়ায় একটি কার্ডিয়্যাক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি ডিভাইস (সিআরটি-ডি) তাঁর বুকে বসাতে হয় । আর তাতেই বিপত্তি । সুস্থ হওয়া তো দূর, সেই যন্ত্র এখন কাশীনাথের বুকের চামড়া ফুঁড়ে বেরিয়ে এসেছে ।

এর ফলে ক্রমশই অবনতি হচ্ছে বছর তিয়াত্তরের বৃদ্ধের শারীরিক অবস্থার । এই পরিস্থিতিতে যে বেসরকারি হাসপাতালে সিআরটি-ডি বসানো হয়েছিল, তারা হাত তুলে নিয়েছে । হাসপাতালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী-সহ জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে বৃদ্ধের পরিবার । কিন্তু তাঁর চিকিৎসার বন্দোবস্ত এখনও করা যায়নি ।

হার্টের অসুখ সারাতে বসানো যন্ত্র বেরিয়ে এল বুক ফুঁড়ে, গাফিলতিতে অভিযুক্ত বেসরকারি হাসপাতাল

ওই বৃদ্ধের আত্মীয়দের দাবি, ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিল । পরে ওই জায়গায় ইনফেকশন হয়ে যায় । ক্রমশ ফুটো বড় হয়ে মেশিনটা বেরিয়ে আসে । এখন তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ । পরিবারের দাবি, বেসরকারি হাসপাতালে 6 লাখ 70 হাজার টাকা খরচ করে চিকিৎসা করানো হয় । কিন্তু এখন হাসপাতালে কর্তৃপক্ষ আর কোনও দায় নিতে চাইছে না। বলছে, ভালো কোনও হাসপাতালে নিয়ে যেতে ।

দুর্গাপুর স্টিল প্লান্টের মেন হাসপাতালের এক প্রাক্তন ড্রেসার শঙ্কর দাস প্রতিদিন কাশীনাথের বাড়িতে এসে ক্ষতের জায়গায় ড্রেসিং করেন । তিনি বলেন, ‘‘ওঁর অবস্থার কিন্তু অবনতি হচ্ছে ।’’ অসুস্থ বৃদ্ধকে এখন কোথায় চিকিৎসা করানো যাবে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা ।

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতিতে ডব্লিউবিসিএস আধিকারিকের মৃত্যুর অভিযোগ, জরিমানা 2টি হাসপাতালকে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.