দুর্গাপুর , 24 অগাস্ট : একটানা বৃষ্টি । তার মাঝেই আজ সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 32 হাজার 500 কিউসেক জল ছাড়া হয়েছে । জানালেন দুর্গাপুর ব্যারেজের সেচ বিভাগের SDO গৌতম বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "বিপজ্জনক পরিস্থিতি এখনও তৈরি হয়নি । তবে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে যে কোনও মুহূর্তে দামোদরের নিম্ন অববাহিকা এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে । আগে আমরা যেটা দেখেছি 70 হাজার কিউসেকের বেশি জল ছাড়া হলে দামোদরের নিম্ন অববাহিকা এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলির কয়েকটি ব্লক সহ হাওড়াতেও বন্যা পরিস্থিতি তৈরি হয় । কিন্তু এবার অতিবর্ষণ হলেও এখনও পর্যন্ত সেই পরিমাণে জল ছাড়া হয়নি দুর্গাপুর ব্যারেজ থেকে, যাতে এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় ।"
যদিও, বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এবছর যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাতে দামোদরের নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি । উল্লেখ্য ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি বেশি হলে দামোদরের জল আরও ব্যাপক পরিমাণে বেড়ে যায় । তখন মাইথন, পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়তেই হয় । যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে ৷