দুর্গাপুর, 2 এপ্রিল: কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউনের জেরে রাজ্যজুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। এই সময় মুখ্যমন্ত্রী পুলিশকে রক্তদানের জন্য উদ্যোগ নিতে বলেন। এই সংকট মেটাতে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে 10 দিন ধরে রক্তদান কর্মসুচি নেওয়া হয়েছে । আজ তার দ্বিতীয় দিন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর মহকুমার 8টি থানার প্রতিদিন 25 জন করে পুলিশ কর্মী রক্তদান করবেন। এর ফলে আগামী দিনে সংকট অনেকটাই মিটবে বলে আশা দুর্গাপুর ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষের।
সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউনকে সার্থক করতে কড়া নজরদারি, দরিদ্রদের জন্য চাল-ডাল-আলুসহ খাদ্যসামগ্রী নিয়ে পাড়ায় পাড়ায় পুলিশের পৌঁছানো থেকে শুরু করে এবার রক্তদান। পুলিশের এই মানবিক মুখ দেখে অভিভূত সবাই।