ETV Bharat / city

Fire : পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15টি বাড়ি - পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15 বাড়ি

প্রবল দুর্যোগের মধ্যেও আগুন লাগল ঘিঞ্জি বস্তিতে ৷ ভস্মীভূত হল 15টি বাড়ি ৷ বুধবার সন্ধ্যায় বেনাচিতির প্রান্তিকাতে ঘিঞ্জি তালতলা বস্তিতে আগুন লাগে ৷ ঘটনাস্থলে প্রাথমিক ভাবে গিয়েছে দমকলের দু'টি ইঞ্জিন ৷

পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15 বাড়ি
পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15 বাড়ি
author img

By

Published : Sep 29, 2021, 8:37 PM IST

Updated : Sep 29, 2021, 10:46 PM IST

দুর্গাপুর, 29 সেপ্টেম্বর : দুর্গাপুর থানার বেনাচিতিতে বস্তিতে আগুন ৷ ভস্মীভূত হল 15টি বাড়ি ৷ ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন ৷

বুধবার সন্ধ্যায় বেনাচিতির প্রান্তিকাতে ঘিঞ্জি তালতলা বস্তিতে আগুন লাগে ৷ নিম্নচাপের জন্য টানা বৃষ্টি লেগেই রয়েছে ৷ তার মধ্যেও ঘিঞ্জি বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ৷ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 15টি বাড়ি । ভিতরে কয়েকজন আটকে রয়েছেন বলেও জানা গিয়েছে ৷ তবে সেই সংখ্যাটি ঠিক কত তা এখনও জানা যায়নি ৷ এই প্রবল দুর্যোগের মধ্যেও ঘরছাড়া হলেন এই মানুষগুলি ৷

স্থানীয়দের অভিযোগ, দমকলকে খবর দেওয়ার পরও তৎপরতা দেখায়নি তারা ৷ পুলিশ-প্রশাসনের তরফেও পদক্ষেপ করা হয়েছে দেরিতে ৷ এই তালতলা বস্তিতে প্রায় হাজার তিনেক মানুষের বসবাস ৷ অনেক ক্ষতি হয়ে গিয়েছে ৷ নিঃস্ব হয়েছে বেশ কিছু মানুষ ৷ প্রশাসন সময়মতো পদক্ষেপ করলে হয়তো ক্ষতির পরিমাণ কমানো যেত ৷

পুলিশ-প্রশাসন-দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ

আরও পড়ুন : Ahiritola Building Collapse : অভিশপ্ত বাড়ি কাড়ল এক মেয়েকে, একই দিনে কোল ভরল মায়ের

দুর্গাপুর, 29 সেপ্টেম্বর : দুর্গাপুর থানার বেনাচিতিতে বস্তিতে আগুন ৷ ভস্মীভূত হল 15টি বাড়ি ৷ ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন ৷

বুধবার সন্ধ্যায় বেনাচিতির প্রান্তিকাতে ঘিঞ্জি তালতলা বস্তিতে আগুন লাগে ৷ নিম্নচাপের জন্য টানা বৃষ্টি লেগেই রয়েছে ৷ তার মধ্যেও ঘিঞ্জি বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ৷ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 15টি বাড়ি । ভিতরে কয়েকজন আটকে রয়েছেন বলেও জানা গিয়েছে ৷ তবে সেই সংখ্যাটি ঠিক কত তা এখনও জানা যায়নি ৷ এই প্রবল দুর্যোগের মধ্যেও ঘরছাড়া হলেন এই মানুষগুলি ৷

স্থানীয়দের অভিযোগ, দমকলকে খবর দেওয়ার পরও তৎপরতা দেখায়নি তারা ৷ পুলিশ-প্রশাসনের তরফেও পদক্ষেপ করা হয়েছে দেরিতে ৷ এই তালতলা বস্তিতে প্রায় হাজার তিনেক মানুষের বসবাস ৷ অনেক ক্ষতি হয়ে গিয়েছে ৷ নিঃস্ব হয়েছে বেশ কিছু মানুষ ৷ প্রশাসন সময়মতো পদক্ষেপ করলে হয়তো ক্ষতির পরিমাণ কমানো যেত ৷

পুলিশ-প্রশাসন-দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ

আরও পড়ুন : Ahiritola Building Collapse : অভিশপ্ত বাড়ি কাড়ল এক মেয়েকে, একই দিনে কোল ভরল মায়ের

Last Updated : Sep 29, 2021, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.