বর্ধমান, 9 মার্চ : বর্ধমান পৌরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা (Burdwan Municipality Chairman Selection)। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের দলের অন্দরে একাধিক নাম ঘোরাফেরা করছে । যদিও জেলা নেতৃত্বের দাবি, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ঠিক করবে রাজ্য নেতৃত্ব ।
বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের মধ্যে সবক'টিতেই জেতায় বিরোধীশূন্য বর্ধমান পৌরসভা । বিজয়ী কাউন্সিলরদের মধ্যে চেয়ারম্যান পদের জন্য লড়াইয়ে রয়েছেন শিখা সেনগুপ্ত, অরূপ দাস, ভবদেব চক্রবর্তী-সহ বেশ কয়েকজন । তবে দলের এক ব্যক্তি এক পদের জন্য এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস । তিনি গত পৌরবোর্ডের এমআইসি ছিলেন । 35টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ কাউন্সিলরই বিধায়ক খোকন দাসের অনুগামী । চেয়ারম্যান পদের জন্য খোকন দাসের নামও ঘোরাফেরা করছে । কিন্তু এক ব্যক্তি এক পদের জন্য যদি খোকন দাস চেয়ারম্যান পদ না পান সেক্ষেত্রে তাঁর স্ত্রী মৌসুমী দাসের নামও চেয়ারম্যান পদের জন্য ঘোরাফেরা করছে ।
তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, 35টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ কাউন্সিলরই এবারে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন । সেক্ষেত্রে যাঁরা এর আগেও কাউন্সিলর ছিলেন সেই সিনিয়র কাউন্সিলর অরূপ দাস, শিখা সেনগুপ্ত-সহ বেশ কয়েকজন কিছুটা হলেও এগিয়ে আছেন । বর্ধমান পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পরে সহ-প্রশাসক পদে বসেছিলেন আলপনা হালদার । এবারের নির্বাচনে আলপনা হালদারের ছেলে রাসবিহারী হালদার জয়ী হয়েছেন । ওই দুই পদের দাবিদার হিসেবে তিনিও এগিয়ে আছেন ।
আরও পড়ুন : বর্ধমানের বিধানপল্লি ঘোষপাড়ায় বেহাল রাস্তা, প্রশাসনের উদাসীনতার অভিযোগ
যদিও তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদের জন্য একাধিক নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হলেও সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব । তাই অপেক্ষা করা ছাড়া তাদের কোনও উপায় নেই ।