ETV Bharat / city

ক্যানেলের বাঁধ ভেঙে ভাসল জমি, আলুচাষে ক্ষতির আশঙ্কা - গলসির কাসপুর এলাকায় আলু চাষিরা সমস্যায়

পূর্ব বর্ধমান জেলার গলসির কাসপুর এলাকায় আলু চাষিদের মাথায় হাত ।ক্যানেলের বাঁধ ভেঙে DVC-র জল ঢুকে পড়ায় আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

farmers are in trouble at burdwan
ক্যানেলের বাঁধ ভেঙে ভাসলো আলু চাষের জমি
author img

By

Published : Mar 3, 2020, 10:25 PM IST

Updated : Mar 3, 2020, 10:34 PM IST

গলসি, ৩ মার্চ : ক্যানেলের বাঁধ ভেঙে DVC-র জল জমিতে ঢুকে পড়ায় আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পূর্ব বর্ধমান জেলার গলসির কাশপুর এলাকার ঘটনা। বিষয়টি প্রশাসনকে জানিয়ে ক্ষতিপূরণের আবেদন করেছেন চাষিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, DVC-র ছাড়া অতিরিক্ত জলে বাঁধ ভেঙে গিয়ে সেই জল এলাকায় চাষের জমিতে ঢুকে গেছে।

এবছর আলুর খুব ভালো ফলন হয়েছিল। কিন্তু, DVC-র ছাড়া অতিরিক্ত জল বাঁধ ভেঙে ঢুকে পড়ায় আলুর খেত ডুবে গেছে। ফলে, তাঁরা ক্ষতির মুখে পড়বেন।

ক্যানেলের বাঁধ ভেঙে ভাসল আলু চাষের জমি
আজ খবর পেয়ে চাষের জমি দেখতে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত লাহা। বলেন, " বিস্তীর্ণ এলাকাজুড়ে আলু চাষের জমি জলের তলায় চলে গেছে। ফলে প্রচুর পরিমাণে আলু পচে গেছে । চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সেবিষয়ে প্রশাসনের কাছে আবেদন করা হবে।

গলসি, ৩ মার্চ : ক্যানেলের বাঁধ ভেঙে DVC-র জল জমিতে ঢুকে পড়ায় আলু চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পূর্ব বর্ধমান জেলার গলসির কাশপুর এলাকার ঘটনা। বিষয়টি প্রশাসনকে জানিয়ে ক্ষতিপূরণের আবেদন করেছেন চাষিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, DVC-র ছাড়া অতিরিক্ত জলে বাঁধ ভেঙে গিয়ে সেই জল এলাকায় চাষের জমিতে ঢুকে গেছে।

এবছর আলুর খুব ভালো ফলন হয়েছিল। কিন্তু, DVC-র ছাড়া অতিরিক্ত জল বাঁধ ভেঙে ঢুকে পড়ায় আলুর খেত ডুবে গেছে। ফলে, তাঁরা ক্ষতির মুখে পড়বেন।

ক্যানেলের বাঁধ ভেঙে ভাসল আলু চাষের জমি
আজ খবর পেয়ে চাষের জমি দেখতে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত লাহা। বলেন, " বিস্তীর্ণ এলাকাজুড়ে আলু চাষের জমি জলের তলায় চলে গেছে। ফলে প্রচুর পরিমাণে আলু পচে গেছে । চাষিরা যাতে ক্ষতিপূরণ পান সেবিষয়ে প্রশাসনের কাছে আবেদন করা হবে।
Last Updated : Mar 3, 2020, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.