পূর্ব বর্ধমান, 28 অক্টোবর : সংযুক্ত আরব আমিরশাহীতে টি-20 বিশ্বকাপ চলছে ৷ আর আইসিসি’র এই টুর্নামেন্টকে কেন্দ্র করে, বর্ধমানের বেশ কিছু এলাকায় গজিয়ে উঠেছে অনলাইন বেটিং চক্র ৷ গোপন সূত্রে খবর পেয়ে, বর্ধমান থানার পুলিশ চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, টি-20 বিশ্বকাপ শুরু হতেই বর্ধমানের বিভিন্ন এলাকায় বেটিং চক্র সক্রিয় হয়ে ওঠে ৷ আইপিএল’র সময়েও এই ঘটনা ঘটেছিল ৷
এবার পুলিশ জানতে পারে বর্ধমান শহরের বড়বাজার, পুরাতনচক, নতুনগঞ্জ, খাগড়াগড়, আলুডাঙা সহ বিভিন্ন এলাকার বেশ কিছু যুবক বেটিং চক্র চালাচ্ছে ৷ মূলত বাড়ি থেকে বসেই অনেকে এই কাজ করছে ৷ এর পরেই পুলিশ নতুনগঞ্জের পুরাতনচক এলাকায় জসিম ইকবাল নামে এক যুবকের বাড়ির সন্ধান পায় ৷ পুলিশ জানতে পারে জসিম বাড়িতে বসে বেটিং চক্র চালাচ্ছে ৷ সেখানে বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে লোকজন বেটিং করছে ৷ এরপরেই বর্ধমান থানার পুলিশ সেখানে হানা দেয় ৷
আরও পড়ুন : IPL Betting: ওড়িশায় আইপিএল বেটিং চক্র, 27 লাখ টাকা সহ গ্রেফতার 4 বুকি
জসিম ইকবালের বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে ৷ এছাড়া ওই বাড়ি থেকে সোমনাথ মণ্ডল, শেখ আজিজ নামে আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ সোমনাথ বর্ধমানের খাগড়াগড় এবং আজিজ আলুডাঙা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের কাছ থেকে চারটে মোবাইল ফোন, নগদ এক লাখ পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷