দেওয়ানদিঘি, ২০ মার্চ : আসেনি আধা সামরিক বাহিনী। ভোটারদের ভীতি কাটাতে তাই রুট মার্চ করল জেলা পুলিশের রিজ়ার্ভ পুলিশ ফোর্স। গতকাল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির নতুন গ্রামে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জির নেতৃত্বে রিজ়ার্ভ ফোর্স রুট মার্চ করে। আধা সামরিক বাহিনী কবে জেলায় আসবে তা জানেন না প্রশাসনিক আধিকারিকরাও। মানুষ যাতে স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিতে পারে সেজন্যই এই ব্যবস্থা।
রুট মার্চ চলাকালীন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গ্রামের পরিস্থিতির খোঁজ খবর নেন জেলাশাসক ও পুলিশ সুপার। ২০০৯ সালে এই গ্রামে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কর্মী মন্টু মাস্টার খুন হন। সেসময় ওই খুনের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। তারপর থেকে মন্টু মাস্টারের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। গতকাল ওই পরিবারটির সাথে কথা বলেন জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁদের কাছে অভিযোগ করা হয়, পরিবার এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। খুনিরা জামিন পাওয়ার পর ফের হুমকি দিতে শুরু করেছে। জেলাশাসক ও পুলিশ সুপার তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়ে আসেন।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবিষয়ে বলেন, "আধা সামরিক বাহিনী এখনও জেলায় আসেনি। কিন্তু মানুষের ভয় কাটানোর জন্য রিজ়ার্ভ পুলিশ দিয়েই রুট মার্চ করা হয়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়। কয়েক বছর আগে এখানে একটা ঘটনা ঘটে গেছিল। ক্ষতিগ্রস্ত পরিবারকেও আশ্বস্ত করা হয়েছে।" জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, "মানুষ যাতে ভোট দিতে ভয় না পায় সেকারণেই এই রুট মার্চ।"