বর্ধমান, 10 অগাস্ট : সামাজিক দূরত্বের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় করে যোগদান পর্ব চলল BJP-তে। সোমবার দুপুরে বর্ধমান শহরের BJP-র দলীয় কার্যালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন BJP-তে যোগ দেন। তাদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। BJP নেতৃত্বের দাবি হাজার খানেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে BJP-তে যোগ দিয়েছে।
এদিন গলসি, আউসগ্রাম, মেমারি ও জামালপুর থেকে এক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এখানে যোগদান করার ইচ্ছে প্রকাশ করে। BJP নেতৃত্বের দাবি, কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে কয়েকজনকে এখানে আসতে বলা হয়েছিল । বাকিদের নামের তালিকা পাঠাতে বলা হয়েছিল । তবে BJP-র দলীয় কার্যালয়ে এদিন তিল ধারণের জায়গা ছিল না। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলে যোগদান পর্ব।
BJP-র রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি বলেন," সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও উন্নয়ন হয়নি সেটা তারা বুঝতে পেরেছে। মমতা ব্যানার্জি শুধু তাদের রাস্তায় নামিয়ে ভোট লুট করিয়ে গুন্ডা বদমাইশ তৈরি করেছে। কোনওদিন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এই পথ তাদের দেখানো হয়নি। তিনি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের আশাভঙ্গ করেছেন। তাই বিপুল সংখ্যায় সংখ্যালঘু ভাইয়েরা BJP-তে যোগদান করছে। এটাই আগামী দিনের সূচনা । আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ কৃষক থেকে শ্রমিক সাধারণ মানুষ কেউ নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে এতেই প্রমাণ হয়ে যাচ্ছে ।"