কালনা, 17 সেপ্টেম্বর: সনাতন হিন্দু ধর্মে ডান হাতে সাধারণত তিল ও জল নিয়ে তপর্ণের বিধি ৷ দেবতা, ঋষি ও পিতৃপুরুষকে তপর্ণের কিছু নিয়মের ব্যতিক্রম থাকলেও ডান হাতে তিল ও জল নিয়েই তপর্ণ করার সাধারণ বিধি চলে আসছে ৷ কিন্তু কোরোনা আবহে এবার গ্লাভস পরে তর্পণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার ভাগীরথী নদীতে তর্পণ করলেন মন্ত্রী । বর্ধমান, কালনা , কাটোয়াতে তর্পণ করে অগণিত মানুষজন। সামাজিক দূরত্ব ভুলে চলে তর্পণ অনুষ্ঠান ।
বৃহস্পতিবার বর্ধমানের দামোদর নদে, কাটোয়ার গঙ্গা ও কালনার ভাগীরথী নদীতে তর্পণের জন্য মানুষের সমাগম হয়। ট্রেন বন্ধ থাকায় জেলার মানুষজন কলকাতায় গঙ্গায় তর্পণ করতে যেতে পারেননি। তবে আজ নদীতে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায়নি। ভোর থেকে বেলা পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘাটগুলিতে চলে তর্পণ। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে মন্ত্রী স্বপন দেবনাথ কোরোনা আক্রান্ত হয়েছিলেন ৷ তিনি চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভরতিও হন ৷ সম্প্রতি কোরোনা থেকে সুস্থ হয়ে মহালয়ায় তপর্ণ করলেন তিনি ৷ তবে কোরোনা আবহে হাতের গ্লাভস পরেই তপর্ণ করলেন স্বপন দেবনাথ ৷ তপর্ণ করতে এসে কোরোনা সতর্কতা নিয়ে বার্তাও দিলেন তিনি ৷
কালনার ভাগীরথী নদীতে হাতে গ্লাভস পরে তর্পণ করে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ বলেন , রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কাজ করে চলেছে। কোরোনা আবহে তিনি সবাইকে সতর্ক করে বলেন, " প্রয়োজনে বাইরে বের হবেন তবে অবশ্যই মাস্ক পরে।"
হাতে গ্লাভস পরে তর্পণ মন্ত্রীর
কোরোনা আবহে হাতে গ্লাভস পরে তপর্ণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷ বৃহস্পতিবার ভাগীরথী নদীতে তর্পণ করলেন মন্ত্রী । তপর্ণের পর কোরোনা নিয়ে সতর্কতার বার্তাও দিলেন তিনি ৷
কালনা, 17 সেপ্টেম্বর: সনাতন হিন্দু ধর্মে ডান হাতে সাধারণত তিল ও জল নিয়ে তপর্ণের বিধি ৷ দেবতা, ঋষি ও পিতৃপুরুষকে তপর্ণের কিছু নিয়মের ব্যতিক্রম থাকলেও ডান হাতে তিল ও জল নিয়েই তপর্ণ করার সাধারণ বিধি চলে আসছে ৷ কিন্তু কোরোনা আবহে এবার গ্লাভস পরে তর্পণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার ভাগীরথী নদীতে তর্পণ করলেন মন্ত্রী । বর্ধমান, কালনা , কাটোয়াতে তর্পণ করে অগণিত মানুষজন। সামাজিক দূরত্ব ভুলে চলে তর্পণ অনুষ্ঠান ।
বৃহস্পতিবার বর্ধমানের দামোদর নদে, কাটোয়ার গঙ্গা ও কালনার ভাগীরথী নদীতে তর্পণের জন্য মানুষের সমাগম হয়। ট্রেন বন্ধ থাকায় জেলার মানুষজন কলকাতায় গঙ্গায় তর্পণ করতে যেতে পারেননি। তবে আজ নদীতে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায়নি। ভোর থেকে বেলা পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঘাটগুলিতে চলে তর্পণ। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। কিছুদিন আগে মন্ত্রী স্বপন দেবনাথ কোরোনা আক্রান্ত হয়েছিলেন ৷ তিনি চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভরতিও হন ৷ সম্প্রতি কোরোনা থেকে সুস্থ হয়ে মহালয়ায় তপর্ণ করলেন তিনি ৷ তবে কোরোনা আবহে হাতের গ্লাভস পরেই তপর্ণ করলেন স্বপন দেবনাথ ৷ তপর্ণ করতে এসে কোরোনা সতর্কতা নিয়ে বার্তাও দিলেন তিনি ৷
কালনার ভাগীরথী নদীতে হাতে গ্লাভস পরে তর্পণ করে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ বলেন , রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার করে বার্তা দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ কাজ করে চলেছে। কোরোনা আবহে তিনি সবাইকে সতর্ক করে বলেন, " প্রয়োজনে বাইরে বের হবেন তবে অবশ্যই মাস্ক পরে।"