ETV Bharat / city

লকডাউন ভাঙলেই আইনত ব্যবস্থা, জানালেন ADG পশ্চিমাঞ্চল

কোনওভাবেই ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । সেই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানালেন ADG পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং ।

author img

By

Published : Apr 17, 2020, 7:11 AM IST

state
এডিজি

বর্ধমান,16 এপ্রিল : "কোনওভাবে অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মাঝে এখানে অন্য রাজ্য থেকে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছিল । আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলাম।" বর্ধমান এসে কথা বললেন ADG সঞ্জয় সিং ।



এদিন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ADG সঞ্জয় সিং । বৈঠকে ছিলেন DIG বর্ধমান রেঞ্জের ভরতলাল মীনা, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।


বৈঠক শেষে ADG সঞ্জয় সিং বলেন, কোনওভাবেই ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । সেই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই সমস্ত সীমান্ত সিল করা হয়েছে। যাঁরা লকডাউন ভাঙবে তাঁদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী যাঁরা সোশাল মিডিয়ায় পোস্ট করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তাঁদের উপরও নজরদারি চালানো হচ্ছে।

বর্ধমান,16 এপ্রিল : "কোনওভাবে অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মাঝে এখানে অন্য রাজ্য থেকে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছিল । আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছিলাম।" বর্ধমান এসে কথা বললেন ADG সঞ্জয় সিং ।



এদিন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ADG সঞ্জয় সিং । বৈঠকে ছিলেন DIG বর্ধমান রেঞ্জের ভরতলাল মীনা, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।


বৈঠক শেষে ADG সঞ্জয় সিং বলেন, কোনওভাবেই ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । সেই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই সমস্ত সীমান্ত সিল করা হয়েছে। যাঁরা লকডাউন ভাঙবে তাঁদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী যাঁরা সোশাল মিডিয়ায় পোস্ট করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তাঁদের উপরও নজরদারি চালানো হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.