বর্ধমান, 5 জুলাই : প্রাক্তন বিভাগীয় প্রধানের হাতে কামড়ে দিলেন বর্তমান বিভাগীয় প্রধান । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MBA বিভাগের ঘটনা । ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে । বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । 5 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে MBA বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর তন্ময় দাশগুপ্তর সঙ্গে বচসা বাধে বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর গৌতম মিত্রের । বচসা চরমে পৌঁছয় । তন্ময়বাবুর দিকে তেড়ে যান গৌতমবাবু । তাঁকে চড় থাপ্পর মারেন । শুধু তাই নয় , তন্ময়বাবুর হাতে কামড়েও দেন । ঘটনার পরেই জখম তন্ময়বাবুকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । পরে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঘটনার বিবৃতি দিয়ে অভিযোগ দায়ের করেন ।
যদিও এবিষয়ে তন্ময়বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এক জায়গায় কাজ করতে গেলে কিছু অভ্যন্তরীণ সমস্যা হতেই পারে । এবিষয়ে আর কিছু বলার নেই ।" গৌতমবাবুও বলেন, "বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই । আমার বিরুদ্ধে যে কেউ অভিযোগ দায়ের করতেই পারেন ।"
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: নিমাইচন্দ্র সাহা বলেন, "একটা অভিযোগ জমা পড়েছে । বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । ওই কমিটিকে আগামী 10 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । 11 তারিখে EC-র বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে ।