বর্ধমান, 30 এপ্রিল: রেশনের ডাল দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্ধমানে জেলাশাসকের দপ্তরে একটি বৈঠকে যোগ দিতে এসে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন তিনি ।
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র জানিয়েছিল তারা রাজ্যকে 14 হাজার 450 মেট্রিক টন ডাল দেবে। কিন্তু, রাজ্যকে সেখানে দেওয়া হয়েছে মাত্র 1 হাজার 847 মেট্রিক টন ডাল। অন্যদিকে, আর ডাল সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
খাদ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, "প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়া হবে। সে কথা প্রধানমন্ত্রী রাখতে পারেননি। সেই দায় রাজ্যের নয়। যাঁরা রাজ্যের সমালোচনা করেন তাঁরা কিন্তু ডাল না দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন না।"
আজ জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্রের দেওয়া রেশনের চালের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন। রাজ্যের রেশন বণ্টন পক্রিয়া সম্পর্কে মন্ত্রীর বক্তব্য, "ইতিমধ্যে রাজ্যের প্রতিটি রেশন দোকানে খাদ্য সামগ্রী পৌঁছে গেছে। রেশন নিয়ে কোনও সমস্যা হলে জেলাশাসক ও মহকুমা শাসকরা বিষয়টি দেখবেন।"