পূর্ব বর্ধমান, 10 ফেব্রুয়ারি : মাংস খেয়ে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু (Mystery Death Of Two Brothers)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের আরও 4 সদস্য । বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের রথতলার এলাকার ঘটনা । মৃত দুই ভাইয়ের নাম শুভঙ্কর ঘোষ (১৩) ও রাহুল ঘোষ (১০) । খাদ্যে বিষক্রিয়ার জেরেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসকের । ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ ।
স্থানীয় সূত্রে খবর, পেশায় গাড়ির চালক রবি ঘোষ হেলথ অফিসারের গাড়ির ড্রাইভার (Car Driver Of a Health Officer) । মঙ্গলবার রাতে তাদের বাড়িতে মাংস রান্না হয় । সেই খাবার খেয়ে রাতে সকলেই ঘুমিয়ে পড়ে । বুধবার সকাল থেকে পরিবারের সকলের পেটের সমস্যা হয় । প্রথমে দুই ছেলেকে ডাক্তার দেখানো হয় । কিন্তু রাতের দিকে সবাই অসুস্থ হয়ে পড়ে । বুধবার রাত তিনটে নাগাদ রবি, তার মা, বোন, দুই ছেলে ও এক মেয়ে অসুস্থ হয়ে বমি করতে শুরু করে । রবি ফোন করে প্রতিবেশীদের অসুস্থতার খবর দেয় । প্রতিবেশীরাই ছয় জনকে ভোর রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । সেখানে রবির দুই ছেলে শুভঙ্কর ও রাহুলের মৃত্যু হয় । বাকি সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন ।
আরও পড়ুন : woman arrests for killing lover's wife : পরকীয়ার জেরে প্রেমিকের স্ত্রী ও ৪ সন্তানকে খুন প্রেমিকার
এপ্রসঙ্গেই স্থানীয় প্রতিবেশী বিশ্বজিৎ রায় জানান, রাত তিনটে নাগাদ রবি ফোন করে তাদের খবর দেয় বাড়ির সকলে বমি করছে তাদের একবার আসতে বলে । তিনি আরও একজনকে ডেকে নিয়ে তাদের বাড়ি যান । গিয়ে দেখি রবির দুই ছেলে এক মেয়ে, তার মা ও বোন অসুস্থ হয়েছিল । হাসপাতালে ভর্তি করার পরে প্রথমে ছোট ছেলে ও পরে বড় ছেলে মারা যায় ।
প্রতিবেশী মুন্না রায় বলেন, "রাত তিনটে নাগাদ পাশের বাড়ি থেকে একজন ফোন করে আমার স্বামীকে ডাকে । পরে জানতে পারি রবির দুই ছেলে মারা গিয়েছে । যেটুকু জানতে পেরেছি খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। "