বর্ধমান, 24 অক্টোবর : টাউন সার্ভিস বাসের পিছনে লরির ধাক্কায় নয়ানজুলিতে উল্টে গেল বাস । আহত হয়েছেন সাতজন । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাম বটতলা এলাকায় । আহতদের মধ্যে পাঁচজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শাখা অনাময় হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটা ট্রেনিং গাড়ির চাকা হঠাৎ করে রাস্তার ধারে গর্তে বসে গিয়েছিল । সেই চাকা তোলার কাজ চলছিল । ঠিক সেই সময়ই ওই গাড়ির পিছনে থাকা বর্ধমানের দিকে আসা একটা মিনিবাস হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে । ওই মিনিবাসের ঠিক পিছনেই থাকা একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে । বাসটি নয়ানজুলিতে গিয়ে উল্টে যায় । স্থানীয়রা ছুটে আসেন ৷ তাঁরাই আহতদের উদ্ধার করেন । মোট সাতজন যাত্রী ঘটনায় জখম হন ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে অনাময় হাসপাতালে ভর্তি করা হয় । শক্তিগড় থানার পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে ।
প্রত্যক্ষদর্শী শেখ মইদুল বলেন, "মিনিবাসগুলি 2 নম্বর জাতীয় সড়কের ধারে অনাময় হাসপাতাল পর্যন্ত আসত । এখন হাটতলা পর্যন্ত যাচ্ছে । এরপর যাত্রী তোলার জন্য রেষারেষি শুরু করে । এছাড়া জাতীয় সড়কে সব জায়গায় গাড়ি ঘোরাতে দেওয়া হয় না । তাই হঠাৎ করে কেউ গাড়ি ঘোরাতে গেলে দ্রুত গতিতে পিছন থেকে গাড়ি আসায় অনেক সময়ই দুর্ঘটনা ঘটে ৷ এদিনও এভাবেই দুর্ঘটনাটি ঘটেছে ।"
আরও পড়ুন : Durgapur Spider-man : দুর্গাপুরের সিটিসেন্টার বাস টার্মিনালে স্পাইডার ম্যান! ভাইরাল ভিডিয়ো