বহরমপুর, ১ মার্চ : এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম বঙ্কিম চন্দ্র সিংহ (82)। গতকাল বহরমপুর থানার বাগানপাড়ার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। একাংশ প্রতিবেশীর অভিযোগ, দুই ছেলে ও দুই বউমা তাঁকে খুন করেছে ৷ ঘটনায় এক ছেলে ও দুই বউমাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
বহরমপুর থানার পাউন্ডরোডের বাগানপাড়ায় দুই ছেলের সঙ্গে থাকতেন বঙ্কিম চন্দ্র সিংহ ৷ গতরাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ স্থানীয়দের অভিযোগ, দুই ছেলে শান্তনু সিংহ ও প্রশান্ত সিংহ দীর্ঘদিন ধরে সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধকে চাপ দিচ্ছিল ৷ প্রায়ই বৃদ্ধের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত৷ দুই বউমাও তাঁর উপর অত্যাচার চালাত বলে অভিযোগ করেন প্রতিবেশীরা ৷
বৃদ্ধের মৃত্যুর পর তাঁর ছোটো ছেলে প্রশান্ত ও দুই বউমার উপর চড়াও হন স্থানীয় লোকজন ৷ তাঁদের বেধড়ক মারধর করেন ৷ বহরমপুর থানার পুলিশ এসে প্রশান্ত ও দুই বউমাকে গ্রেপ্তার করে ৷ বড় ছেলে শান্তনু পলাতক ৷ ছোটো ছেলে প্রশান্ত অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে ৷ সে বলে, ‘‘বাবার মানসিক সমস্যা ছিল ৷ তাই আত্মহত্যা করেছেন ৷’’ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷