ETV Bharat / city

মুর্শিদাবাদে রাজ্যের দুই প্রধানের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে - মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর সংক্রান্ত খবর

আজ মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ একই দিনে দুই VVIP-কে নিরাপত্তা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, অন্য জেলা থেকে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

প্রস্তুতি
author img

By

Published : Nov 20, 2019, 5:36 AM IST

বহরমপুর, 20 নভেম্বর : আজ জেলায় আসছেন রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক দুই প্রধান ৷ দুই প্রধানের সভা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক চক্রান্ত করেই রাজ্যপালের সভার দিনক্ষণ ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন । অপরদিকে রাজ্যপালের সভার আয়োজক তথা বিরোধীদের দাবি, রাজ্যপালের সফরসূচি অনেক আগেই ঠিক করা হয়েছিল । মুখ্যমন্ত্রীর সফরসূচি পরিবর্তিত হয়েছে ৷ পাশাপাশি একই দিনে দুই VVIP-কে নিরাপত্তা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, অন্য জেলা থেকে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

আজ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মালদা থেকে তিনি মুর্শিদাবাদে আসছেন । বেলা 1টা নাগাদ 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি ব্লকের মাঠে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন । সেখান থেকে হেলিকপ্টারে বহরমপুর আসবেন ৷ রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন । মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ।

অন্যদিকে আজই জেলায় আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি ডোমকল গার্লস কলেজের একটি ভবনের উদ্বোধন করতে আসছেন । বেলা সাড়ে বারোটা নাগাদ সড়ক পথে তিনি ডোমকলে পৌঁছাবেন বলে জানা গেছে ।

এ দিকে জেলার দু'প্রান্তে রাজ্যের দুই প্রধানের সভার নিরাপত্তা নিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । কারণ তিন জায়গায় তিনটি পৃথক অনুষ্ঠান হওয়ায় পুলিশ কর্মীর অভাব দেখা দিয়েছে । ফলে অন্য জেলা থেকে আনতে হচ্ছে বাড়তি বাহিনী । পুলিশ, প্রশাসন নিজেদের কর্তব্য নিয়ে সজাগ থাকলেও দুই প্রধানের কর্মসূচি নিয়ে কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত ৷ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন,"রাজ্যের বিরুদ্ধে বারবার আপত্তিকর মন্তব্য করে রাজ্যপাল বাজার গরম করছেন । এ দিনও তিনি পরিকল্পিতভাবেই জেলায় আসছেন যাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সমস্যা হয় ।" অন্যদিকে ডোমকল কলেজের সভাপতি তথা CPI(M) বিধায়ক আনিসুর রহমান বলেন, "রাজ্যপালের সফরসূচি অনেক আগেই ঠিক হয়েছিল । বরং মুখ্যমন্ত্রী 18 তারিখের বদলে 20 তারিখ আসছেন ।"

বহরমপুর, 20 নভেম্বর : আজ জেলায় আসছেন রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক দুই প্রধান ৷ দুই প্রধানের সভা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক চক্রান্ত করেই রাজ্যপালের সভার দিনক্ষণ ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন । অপরদিকে রাজ্যপালের সভার আয়োজক তথা বিরোধীদের দাবি, রাজ্যপালের সফরসূচি অনেক আগেই ঠিক করা হয়েছিল । মুখ্যমন্ত্রীর সফরসূচি পরিবর্তিত হয়েছে ৷ পাশাপাশি একই দিনে দুই VVIP-কে নিরাপত্তা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, অন্য জেলা থেকে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷

আজ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মালদা থেকে তিনি মুর্শিদাবাদে আসছেন । বেলা 1টা নাগাদ 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি ব্লকের মাঠে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন । সেখান থেকে হেলিকপ্টারে বহরমপুর আসবেন ৷ রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন । মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ।

অন্যদিকে আজই জেলায় আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি ডোমকল গার্লস কলেজের একটি ভবনের উদ্বোধন করতে আসছেন । বেলা সাড়ে বারোটা নাগাদ সড়ক পথে তিনি ডোমকলে পৌঁছাবেন বলে জানা গেছে ।

এ দিকে জেলার দু'প্রান্তে রাজ্যের দুই প্রধানের সভার নিরাপত্তা নিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । কারণ তিন জায়গায় তিনটি পৃথক অনুষ্ঠান হওয়ায় পুলিশ কর্মীর অভাব দেখা দিয়েছে । ফলে অন্য জেলা থেকে আনতে হচ্ছে বাড়তি বাহিনী । পুলিশ, প্রশাসন নিজেদের কর্তব্য নিয়ে সজাগ থাকলেও দুই প্রধানের কর্মসূচি নিয়ে কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত ৷ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন,"রাজ্যের বিরুদ্ধে বারবার আপত্তিকর মন্তব্য করে রাজ্যপাল বাজার গরম করছেন । এ দিনও তিনি পরিকল্পিতভাবেই জেলায় আসছেন যাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সমস্যা হয় ।" অন্যদিকে ডোমকল কলেজের সভাপতি তথা CPI(M) বিধায়ক আনিসুর রহমান বলেন, "রাজ্যপালের সফরসূচি অনেক আগেই ঠিক হয়েছিল । বরং মুখ্যমন্ত্রী 18 তারিখের বদলে 20 তারিখ আসছেন ।"

Intro:মুর্শিদাবাদে একই দিনে আসছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। দুই প্রধানের সভা ঘিরে শুরু রাজনৈতিক চাপান উতোর। Body:বহরমপুর - জেলায় একই দিনে প্রশাসনিক ও সাংবিধানিক দুই প্রধানের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। পরস্পর বিরোধী মন্তব্য ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক চক্রান্ত করেই রাজ্যপালের সভার দি। করা হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন। অপরদিকে রাজ্যপালের সভার আয়োজক তথা বিরোধীদের দাবি, রাজ্যপালের সফর সূচি অনেক আগেই ঠিক করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সফর সূচি রদবদল করার কারনেই একই দিনে পরেছে। পাশাপাশি একই দিনে দুই ভিভিআইপি নিরাপত্তা দিতে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ। জেলা পুলিশ,সুপার মুকেশ কুমার জানিয়েছেন, বাইরের জেলা থেকে অতিরিক্ত বাহিনী এনেই পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে।
আজ বুধবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে তিনি মুর্শিদাবাদ আসছেন। বেলা একটা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি ব্লকের মাঠে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এদিন তিনি প্রায় এক হাজার কোটি টাকার শিলান্যাস ও উদ্বোধন করবেন। সেখান থেকে কপ্টারে বহরমপুর পৌঁছে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর জেলা,সফর তিনি প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে।
আর এদিনই জেলায় আসছেন রাজ্যপাল জগদীশ ধানকার। তিনি ডোমকল গার্লস কলেজের এক বিল্ডিংয়ের উদ্বোধন করতেই সেখানে আসছেন। বেলা সাড়ে বারোটা নাগাদ সড়ক পথেই তিনি ডোমকলে পৌঁছবেন বলে জানা গিয়েছে।
জেলার দুই প্রান্তে রাজ্যের দুই প্রধানের সভার নিরাপত্তা নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলা পুলিশ। কারন তিন জায়গায় তিনটি পৃথক অনুষ্ঠান হওয়ায় পুলিশ কর্মীর অভাব পড়েছে। যার ফলে বাইরের জেলা থেকে আনতে হচ্ছে বাড়তি বাহিনী। পুলিশ, প্রশাসন নিজেদের কর্তব্য নিয়ে সজাগ থাকলেও দুই প্রধানের কর্মসূচি নিয়ে গাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে শাসক বিরোধী দলের। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, রাজ্যের বিরুদ্ধে বারবার আপত্তিকর মন্তব্য করে রাজ্যপাল বাজার গরম করছেন। এদিনও তিনি পরিকল্পিতভাবেই জেলায় আসছেন যাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সমস্যা ঘটুক। ডোমকল কলেজের সভাপিতি তথা সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন, রাজ্যপালের সফর সূচি অনেক আগেই ঠিক হয়েছিল। বরং মুখ্যমন্ত্রী ১৮ তারিখ পরিবর্তন করেই ২০ তারিখ করেছেন।Conclusion:দুই ভিভিআইপি নিরাপত্তা দিতে নাজেহাল পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.