ETV Bharat / city

পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা - TMC

তোলাবাজির অভিযোগ উঠল বহরমপুরের যুব তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে ৷ যুব তৃণমূল কংগ্রেসের নেতা বরুণ মাজিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ টাকা না দেওয়ায় ট্রাকচালকদের মারধরের অভিযোগ উঠেছে ৷ আজ তাঁকে বহরমপুর আদালতে পাঠানো হয় ৷

যুব তৃণমূল কংগ্রেস বরুণ মাজি
author img

By

Published : Nov 25, 2019, 3:34 PM IST

বহরমপুর, 25 নভেম্বর : পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই নেতার নাম বরুণ মাজি ৷ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

অভিযোগ ওঠে রবিবার রাতে বহরমপুরের কারবালা রোডে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকচালকদের কাছ থেকে বরুণ মাজি টাকা তুলছিলেন ৷ এমন কী টাকা না দেওয়ায় ট্রাকচালকদের মারধর করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷ আর রবিবার রাতেই ট্রাকচালকরা যুব তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন ৷ অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ বরুণ মাজিকে গ্রেপ্তার করে ৷ আজ তাঁকে বহরমপুর আদালতে নিয়ে যাওয়া হয় ৷

যুব তৃণমূল কংগ্রেসের নেতা বরুণ মাজি

আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে বরুণ মাজি বলেন, "আমি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম ৷ একটি গাড়ি আমার গাড়িটিকে ধাক্কা দেয় ৷ তাতে আমি পথের ধারের জঙ্গলে নেমে যাই ৷ এই নিয়ে ওই গাড়িচালকের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল ৷ অথচ আমার নামে তোলাবাজি করার অভিযোগ উঠেছে ৷ কে বা কারা কী কারণে আমাকে ফাঁসাচ্ছে তা বুঝতে পারছি না ৷" তিনি দলীয় নেতাদের এবিষয়ে জানিয়েছেন ৷ দল ব্যবস্থা নিচ্ছে এবং তাঁর পরিবারের সঙ্গেও কথা বলছে ৷ বরুণ রাজ্য যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কমিটির কার্যকরী সভাপতি সৌমিক হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

বহরমপুর, 25 নভেম্বর : পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই নেতার নাম বরুণ মাজি ৷ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

অভিযোগ ওঠে রবিবার রাতে বহরমপুরের কারবালা রোডে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকচালকদের কাছ থেকে বরুণ মাজি টাকা তুলছিলেন ৷ এমন কী টাকা না দেওয়ায় ট্রাকচালকদের মারধর করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷ আর রবিবার রাতেই ট্রাকচালকরা যুব তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন ৷ অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ বরুণ মাজিকে গ্রেপ্তার করে ৷ আজ তাঁকে বহরমপুর আদালতে নিয়ে যাওয়া হয় ৷

যুব তৃণমূল কংগ্রেসের নেতা বরুণ মাজি

আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে বরুণ মাজি বলেন, "আমি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম ৷ একটি গাড়ি আমার গাড়িটিকে ধাক্কা দেয় ৷ তাতে আমি পথের ধারের জঙ্গলে নেমে যাই ৷ এই নিয়ে ওই গাড়িচালকের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল ৷ অথচ আমার নামে তোলাবাজি করার অভিযোগ উঠেছে ৷ কে বা কারা কী কারণে আমাকে ফাঁসাচ্ছে তা বুঝতে পারছি না ৷" তিনি দলীয় নেতাদের এবিষয়ে জানিয়েছেন ৷ দল ব্যবস্থা নিচ্ছে এবং তাঁর পরিবারের সঙ্গেও কথা বলছে ৷ বরুণ রাজ্য যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কমিটির কার্যকরী সভাপতি সৌমিক হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

Intro:পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ঘনিষ্ঠ নেতা। Body:বহরমপুর - পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার জেলা তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ তৃণমূল নেতা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেতেই রবিবার রাতে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। বরুণ মাজি নামে ওই তৃণমূল নেতার নামে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে বরুণ মাজি অবশ্য সংবাদ মাধ্যমের সামনে বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তবে কে বা কারা ফাঁসিয়েছে স্পষ্ট করেননি তিনি।
রবিবার রাতে বহরমপুর কারবালা রোডে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক চালকদের কাছ থেকে পুলিশের পরিচয় দিয়ে বরুণ টাকা তুলছিল বলে অভিযোগ। টাকা না দেওয়ায় ট্রাক চালকদের মারধরও করা হয় বলে অভিযোগ। রবিবার রাতেই ট্রাক চালকদের অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ বরুণ মাজিকে গ্রেপ্তার করে।
বরূণ রাজ্য যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কমিটির কার্যকরী সভাপতি সৌমিক হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতী জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় সৌমিক হোসেনকে কাছাকাছি আসতে বারণ করে। সংবাদ মাদ্যমে এই খবর প্রকাশের পর বরুণ সোস্যাল মিডিয়ায় এই খবরের সতত্য নিয়ে প্রচার শুরু করে। রাজনৈতিক মহলের অনুমান সৌমিক হোসেনকে সবক শেখাতেই প্রশাসনের এই পদক্ষেপ। পুলিশ নির্দিষ্ট অভিযোগের।অপেক্ষায় ছিল।Conclusion:তোলা হয়েছে আদালতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.