বহরমপুর, 25 নভেম্বর : পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই নেতার নাম বরুণ মাজি ৷ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
অভিযোগ ওঠে রবিবার রাতে বহরমপুরের কারবালা রোডে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকচালকদের কাছ থেকে বরুণ মাজি টাকা তুলছিলেন ৷ এমন কী টাকা না দেওয়ায় ট্রাকচালকদের মারধর করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে ৷ আর রবিবার রাতেই ট্রাকচালকরা যুব তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন ৷ অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ বরুণ মাজিকে গ্রেপ্তার করে ৷ আজ তাঁকে বহরমপুর আদালতে নিয়ে যাওয়া হয় ৷
আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে বরুণ মাজি বলেন, "আমি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম ৷ একটি গাড়ি আমার গাড়িটিকে ধাক্কা দেয় ৷ তাতে আমি পথের ধারের জঙ্গলে নেমে যাই ৷ এই নিয়ে ওই গাড়িচালকের সঙ্গে তর্কাতর্কি হয়েছিল ৷ অথচ আমার নামে তোলাবাজি করার অভিযোগ উঠেছে ৷ কে বা কারা কী কারণে আমাকে ফাঁসাচ্ছে তা বুঝতে পারছি না ৷" তিনি দলীয় নেতাদের এবিষয়ে জানিয়েছেন ৷ দল ব্যবস্থা নিচ্ছে এবং তাঁর পরিবারের সঙ্গেও কথা বলছে ৷ বরুণ রাজ্য যুব তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কমিটির কার্যকরী সভাপতি সৌমিক হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।