ETV Bharat / city

নেত্রীদের হাতাহাতি, গোষ্ঠী সংঘর্ষে উত্তাল বহরমপুর BJP-র সদর কার্যালয় - today news on internal clash in BJP

BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ৷ বহরমপুরে BJP-র সদর কার্যালয়ের সামনে দুই মহিলা নেত্রীর মধ্যে হাতাহাতি ৷ ঘটনায় দু'পক্ষই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছে ৷

BJP-র গোষ্ঠী সংঘর্ষ, internal clash of BJP at Berhampore in Murshidabad
BJP-র গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Nov 27, 2019, 9:39 PM IST

Updated : Nov 27, 2019, 10:51 PM IST

বহরমপুর, 27 নভেম্বর : BJP-র দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি ৷ মুর্শিদাবাদের বহরমপুরে BJP-র সদর দপ্তরের ঘটনা ৷ BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে জেলা নেতৃত্ব ৷ ঘটনায় দু'পক্ষই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছে ৷

আজ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের তোড়জোড় চলছিল ৷ মণ্ডল কমিটির সভাপতি ও JDP-র প্রতিনিধিদের কাছে মতামত গ্রহণ পর্ব চলছিল । এরমধ্যেই একাংশের অভিযোগ, প্রতিনিধিদের অন্ধকারে রেখেই তাদের ডি ফর্মে সই করিয়ে নেওয়া হয়েছে । যেটা দলের কাছে অসাংবিধানিক ৷

বিকেলে মণ্ডল কমিটির সভাপতি সহ কার্যকর্তাদের নিয়ে মিছিল হওয়ার কথা ছিল ৷ কিন্তু মিছিলের আগেই দুই মহিলা কর্মকর্তার মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় বচসা । পরে তা চরম আকার নেয় । টাকার বিনিময়ে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে । গোষ্ঠী সংঘর্ষে রীতিমতো অস্বস্তিতে পরে জেলা নেতৃত্ব ।

বহরমপুর সদর মণ্ডল সভাপতি অনামিকা ঘোষ অভিযোগ করেন, " জেলা সম্পাদিকা বাণী গাঙ্গুলি দীর্ঘদিন ধরে ফেসবুকে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন ৷ তার প্রমাণ রয়েছে ৷ আমি বসেছিলাম ৷ আমার গায়ে ব্যাগ দিয়ে ধাক্কা মারছিলেন বার বার ৷ এরপর তাঁর স্বামীও আমাকে মারতে আসেন ৷ " ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে ৷

বহরমপুর, 27 নভেম্বর : BJP-র দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি ৷ মুর্শিদাবাদের বহরমপুরে BJP-র সদর দপ্তরের ঘটনা ৷ BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে জেলা নেতৃত্ব ৷ ঘটনায় দু'পক্ষই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছে ৷

আজ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের তোড়জোড় চলছিল ৷ মণ্ডল কমিটির সভাপতি ও JDP-র প্রতিনিধিদের কাছে মতামত গ্রহণ পর্ব চলছিল । এরমধ্যেই একাংশের অভিযোগ, প্রতিনিধিদের অন্ধকারে রেখেই তাদের ডি ফর্মে সই করিয়ে নেওয়া হয়েছে । যেটা দলের কাছে অসাংবিধানিক ৷

বিকেলে মণ্ডল কমিটির সভাপতি সহ কার্যকর্তাদের নিয়ে মিছিল হওয়ার কথা ছিল ৷ কিন্তু মিছিলের আগেই দুই মহিলা কর্মকর্তার মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় বচসা । পরে তা চরম আকার নেয় । টাকার বিনিময়ে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে । গোষ্ঠী সংঘর্ষে রীতিমতো অস্বস্তিতে পরে জেলা নেতৃত্ব ।

বহরমপুর সদর মণ্ডল সভাপতি অনামিকা ঘোষ অভিযোগ করেন, " জেলা সম্পাদিকা বাণী গাঙ্গুলি দীর্ঘদিন ধরে ফেসবুকে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন ৷ তার প্রমাণ রয়েছে ৷ আমি বসেছিলাম ৷ আমার গায়ে ব্যাগ দিয়ে ধাক্কা মারছিলেন বার বার ৷ এরপর তাঁর স্বামীও আমাকে মারতে আসেন ৷ " ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে ৷

Intro:বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তাল বহরমপুরের বিজেপির সদর কার্যালয়। Body:বহরমপুর - বিজেপির দুই গোষ্ঠীর হাতাহাতিতে উত্তাল বহরমপুরের বিজেপির সদর দপ্তর। দুই মহিলা কর্মকর্তার মধ্যে শুরু ধ্বস্তাধস্তি। পরে দুই গোষ্ঠী প্রকাশ্যে রাস্তার উপর দাঁড়িয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা নেতৃত্ব। দুই পক্ষই রাজ্য কমিটির হস্তক্ষেপে চেয়েছে।
এদিন রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের উপস্থিতিতে পরবর্তী জেলা সভাপতি নির্বচনের তোরজোর চলছিল। মণ্ডল কমিটির সভাপতি ও জেডপির প্রতিনিধিদের কাছে মতামত গ্রহন পর্ব চলছিল। এরমধ্যেই একাংশ অভিযোগ তুলতে শুরু করে, প্রতিনিধিদের অন্ধকারে রেখেই তাঁদের ডি ফর্মে সই করিয়ে নেওয়া হয়েছে। মণ্ডল কমিটির সভাপতি সহ কার্যকর্তাদের নিয়ে মিছিল বার হওয়ার আগেই দুই মহিলা নেতৃত্বের মধ্যে শুরু হয় ধ্বস্তাধস্তি। এরপর তা চরম আকার নেয়। টাকার বিনিময়ে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। দুই গোষ্ঠী সংঘর্ষে রীতিমতো অস্বস্তিতে পরে জেলা নেতৃত্ব।Conclusion:রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যে।
Last Updated : Nov 27, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.