বহরমপুর, 14 জুন : ভয়াবহ আগুনে ভষ্মীভূত হল রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতরে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের বহুতলে (Fire at Drinking Water Project) । পুড়ে ছাই হয়ে গিয়েছে ভবনের একাংশ ৷ বহু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের বেনেকুড়ি অঞ্চলের আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পে । দমকল বাহিনীর তৎপরতায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো বিল্ডিংয়ের যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে । আগুনে নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার ক্লোরিন ট্যাবলেট ও লিকুইড ।
দমকল সূত্রে খবর, যেখানে আগুনের উৎস সেখানে ক্লোরিন ট্যাবলেট ও লিকুইড মজুদ ছিল । আগুন লাগায় গোটা এলাকা চত্বরে ক্লোরিন ট্যাবলেট ছিটিয়ে পড়ে থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । এলাকাবাসীর অভিযোগ, এত বড় একটি জলের প্রকল্প একজন মাত্র নিরাপত্তারক্ষী ছিল । এলাকাবাসীরাই দমকল বাহিনীতে খবর দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেন ।
আরও পড়ুন : Fire in Paint Factory : হাওড়ায় রঙের কারখানাতে আগুন, আহত 18
স্থানীয় কিছু বাসিন্দা জানান, কালো ধোঁয়া বের হতে দেখেই আতঙ্ক ছড়ায় । শ্বাসকষ্ট ও গলা জ্বালা শুরু হতেই চাঞ্চল্যর সৃষ্টি হয় । কিছু কিছু লোক বাড়ি ছেড়ে চলে যেতে উদ্যত হন । ওসি ফায়ার বহরমপুর মনিরুল ইসলাম জানান, গ্যাস থেকেই আগুন ছড়িয়েছে । ভষ্মীভূত কয়েক লাখ টাকার ক্লোরিন ট্যাবলেট ৷