ETV Bharat / city

সুরক্ষার দাবিতে বিক্ষোভ আসানসোলের নার্সিংহোমের কর্মীদের

author img

By

Published : Apr 22, 2020, 4:19 PM IST

আসানসোলে সেনরেলে রোডে একটি নার্সিংহোমকে কোরোনা হাসপাতাল করা হতে পারে বলে খবর। এই খবর পেয়েই ওই নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখান ।

workers protest
নার্সিংহোম কর্মীদের বিক্ষোভ

আসানসোলে, 22 এপ্রিল : কর্মীদের অন্ধকারে রেখে আসানসোলের একটি নার্সিংহোমকে কোরোনা হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেখানেই আজ এক সন্দেহজনক রোগীকে নিয়ে আসা হলে সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা বিক্ষোভ দেখান । কাজে যোগ না দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান তাঁরা ।


আসানসোলে সেনরেলে রোডে একটি বেসরকারি নার্সিংহোমকে কোরোনা হাসপাতাল করা হতে পারে বলে খবর। জেলা প্রশাসন সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালালেও এখনও সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু ওই নার্সিংহোমের কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ চুপিসারে ওই নার্সিংহোমকে কোরোনা হাসপাতালে পরিণত করে ফেলেছে। আজ সকালে সেখানে একজন সন্দেহজনক রোগীকেও নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় নার্সিংহোমের কর্মীরা বিক্ষোভে দেখান । দুপুরে ওই নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা কাজ ছেড়ে বেরিয়ে যান। তাঁদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের ন্যূনতম সুরক্ষার ব্যবস্থাটুকু দেয়নি। বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। তাঁদের আরও বক্তব্য, তাঁরা মাত্র 5 হাজার টাকার বিনিময়ে এই নার্সিংহোমে কাজ করেন এবং তাঁদের কোনও স্বাস্থ্য বিমাও নেই। এক্ষেত্রে কোরোনা আক্রান্ত রোগীর সেবা কী করে করবেন তাঁরা।

আজ একাধিক দাবি জানান ওই কর্মীরা । সুরক্ষার পাশাপাশি সরকারি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের মতো বেতন কাঠামো চালুরও দাবি জানিয়েছেন তাঁরা । 50 লাখ টাকার স্বাস্থ্য বিমার দাবিও জানিয়েছেন । এই সব শর্ত মিটলে তবেই তাঁরা নার্সিংহোমে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন । বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কেউ কোনও মন্তব্য করতে চায়নি।

আসানসোলে, 22 এপ্রিল : কর্মীদের অন্ধকারে রেখে আসানসোলের একটি নার্সিংহোমকে কোরোনা হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেখানেই আজ এক সন্দেহজনক রোগীকে নিয়ে আসা হলে সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা বিক্ষোভ দেখান । কাজে যোগ না দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান তাঁরা ।


আসানসোলে সেনরেলে রোডে একটি বেসরকারি নার্সিংহোমকে কোরোনা হাসপাতাল করা হতে পারে বলে খবর। জেলা প্রশাসন সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালালেও এখনও সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু ওই নার্সিংহোমের কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ চুপিসারে ওই নার্সিংহোমকে কোরোনা হাসপাতালে পরিণত করে ফেলেছে। আজ সকালে সেখানে একজন সন্দেহজনক রোগীকেও নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় নার্সিংহোমের কর্মীরা বিক্ষোভে দেখান । দুপুরে ওই নার্সিংহোমের চতুর্থ শ্রেণির কর্মীরা কাজ ছেড়ে বেরিয়ে যান। তাঁদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের ন্যূনতম সুরক্ষার ব্যবস্থাটুকু দেয়নি। বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। তাঁদের আরও বক্তব্য, তাঁরা মাত্র 5 হাজার টাকার বিনিময়ে এই নার্সিংহোমে কাজ করেন এবং তাঁদের কোনও স্বাস্থ্য বিমাও নেই। এক্ষেত্রে কোরোনা আক্রান্ত রোগীর সেবা কী করে করবেন তাঁরা।

আজ একাধিক দাবি জানান ওই কর্মীরা । সুরক্ষার পাশাপাশি সরকারি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীদের মতো বেতন কাঠামো চালুরও দাবি জানিয়েছেন তাঁরা । 50 লাখ টাকার স্বাস্থ্য বিমার দাবিও জানিয়েছেন । এই সব শর্ত মিটলে তবেই তাঁরা নার্সিংহোমে কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন । বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কেউ কোনও মন্তব্য করতে চায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.