ETV Bharat / state

তিস্তার হড়পা বানের পর বছর ঘুরল, আজও পুনর্বাসন না-পেয়ে অনশনে ক্ষতিগ্রস্তরা - Sikkim Flash Flood

Sikkim Flash Flood: তিস্তার হড়পা বানের ঘটনায় পেরিয়ে গিয়েছে প্রায় একটা বছর ৷ তবে এখনও মেলেনি পুনর্বাসন ও পর্যাপ্ত ক্ষতিপূরণ ৷ এবার সেই দাবি নিয়ে কালিম্পংয়ে জাতীয় সড়কের পাশে অনসনে বসলেন ক্ষতিগ্রস্তরা ৷

ETV BHARAT
পুনর্বাসন না-পেয়ে অনশনে হড়পা বানের ক্ষতিগ্রস্তরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 6:00 PM IST

কালিম্পং, 2 অক্টোবর: তিস্তার হড়পা বানের ঘটনায় এক বছর পার হয়ে গেলেও এখনও মেলেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন । সেই দাবিতে এবার জাতীয় সড়কের পাশেই অনশনে বসলেন হড়পা বানে ক্ষতিগ্রস্তরা । বুধবার সকাল থেকে তিস্তাবাজারে 10 নম্বর জাতীয় সড়কের পাশে অনশনে বসেন তাঁরা ।

প্রসঙ্গত, 2023 সালের 4 অক্টোবর সিকিমের বাঁধ ভাঙা বৃষ্টির কারণে তিস্তা নদী ভয়াবহ আকার ধারণ করেছিল । তিস্তায় থাকা বাঁধ ভেঙে নদীর জল গ্রাস করে দু'পারে থাকা জনবসতিকে । ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঘরবাড়ি । সংবাদমাধ্যমে ভয়াবহ সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে গোটা রাজ্য তথা দেশ ৷

পুনর্বাসন না-পেয়ে অনশনে হড়পা বানের ক্ষতিগ্রস্তরা (নিজস্ব ভিডিয়ো)

সেই ঘটনায় পরে রাজ্যের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 75 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় । কিন্তু জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনও পূরণ হয়নি বলে অভিযোগ ৷ ওই ঘটনার প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনও ঘরছাড়া প্রায় আশিটি পরিবার । কেউ রয়েছেন আশ্রয় শিবিরে, আবার কেউ রয়েছেন ভাড়া বাড়ি বা আত্মীয়-স্বজনের বাড়িতে ৷ এবার সেই ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে অনশন শুরু করলেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরাই ।

এই বিষয়ে জনৈক অনশনকারী লক্ষ্মী লামা বলেন, "পুজোর মুখে আমাদের চোখের জল মোছার কেউ নেই । এক বছর পার হয়ে গেলেও আমরা এখনও ক্ষতিপূরণ পাইনি ৷ আমাদের ঘরবাড়ি সব বন্যায় চলে গিয়েছে । এখনও আমরা ঘরছাড়া । কোথায় যাব আমরা ? আমাদের ঘর নির্মাণ বা পুনর্বাসন দেওয়ার কথা ছিল । কিন্তু কিছু দেওয়া হয়নি । আর সেজন্য এখন থেকে আমরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে অনশনে বসতে বাধ্য হলাম ৷ যতদিন না-পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব ৷"

কালিম্পং, 2 অক্টোবর: তিস্তার হড়পা বানের ঘটনায় এক বছর পার হয়ে গেলেও এখনও মেলেনি পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন । সেই দাবিতে এবার জাতীয় সড়কের পাশেই অনশনে বসলেন হড়পা বানে ক্ষতিগ্রস্তরা । বুধবার সকাল থেকে তিস্তাবাজারে 10 নম্বর জাতীয় সড়কের পাশে অনশনে বসেন তাঁরা ।

প্রসঙ্গত, 2023 সালের 4 অক্টোবর সিকিমের বাঁধ ভাঙা বৃষ্টির কারণে তিস্তা নদী ভয়াবহ আকার ধারণ করেছিল । তিস্তায় থাকা বাঁধ ভেঙে নদীর জল গ্রাস করে দু'পারে থাকা জনবসতিকে । ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঘরবাড়ি । সংবাদমাধ্যমে ভয়াবহ সেই দৃশ্য দেখে আঁতকে ওঠে গোটা রাজ্য তথা দেশ ৷

পুনর্বাসন না-পেয়ে অনশনে হড়পা বানের ক্ষতিগ্রস্তরা (নিজস্ব ভিডিয়ো)

সেই ঘটনায় পরে রাজ্যের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 75 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় । কিন্তু জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনও পূরণ হয়নি বলে অভিযোগ ৷ ওই ঘটনার প্রায় এক বছর পার হয়ে গেলেও এখনও ঘরছাড়া প্রায় আশিটি পরিবার । কেউ রয়েছেন আশ্রয় শিবিরে, আবার কেউ রয়েছেন ভাড়া বাড়ি বা আত্মীয়-স্বজনের বাড়িতে ৷ এবার সেই ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে অনশন শুরু করলেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরাই ।

এই বিষয়ে জনৈক অনশনকারী লক্ষ্মী লামা বলেন, "পুজোর মুখে আমাদের চোখের জল মোছার কেউ নেই । এক বছর পার হয়ে গেলেও আমরা এখনও ক্ষতিপূরণ পাইনি ৷ আমাদের ঘরবাড়ি সব বন্যায় চলে গিয়েছে । এখনও আমরা ঘরছাড়া । কোথায় যাব আমরা ? আমাদের ঘর নির্মাণ বা পুনর্বাসন দেওয়ার কথা ছিল । কিন্তু কিছু দেওয়া হয়নি । আর সেজন্য এখন থেকে আমরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে অনশনে বসতে বাধ্য হলাম ৷ যতদিন না-পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.