কলকাতা, 2 অক্টোবর: আসন্ন রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মহম্মদ শামির মাঠে নামা পিছিয়ে গেল। আদৌ তিনি বাংলার হয়ে এই মরশুমে রঞ্জি খেলতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন ৷ চোটের জায়গায় পুনরায় অস্বস্তি অনুভব করছেন জাতীয় দলের এই স্পিডস্টার ৷ আর সেই কারণেই বাংলার হয়ে কোন ম্য়াচে তিনি নামবেন, তা এখনই বলা যাচ্ছে না ৷
ফলত মরশুমের শুরুতে কোচ লক্ষ্মীরতন শুক্লা শামিকে রেখে যে পরিকল্পনা সাজাচ্ছিলেন, তা যে ধাক্কা খেল বলাই যায়। অনুস্টুপ মজুমদারকে নেতৃত্বের আসনে বসিয়ে বাংলা দল এবার রঞ্জি অভিযানে নামছে। দুর্গাপুজোর মধ্যেই বাংলা দল উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে রওনা হবে। তার আগে শামির পুরোপুরি সুস্থ না-হয়ে ওঠা ভারতীয় ক্রিকেটের জন্যও খারাপ খবর। রিহ্যাব চলাকালীন ফের চোটের জায়গায় সম্প্রতি ব্যথা অনুভব করেছেন বঙ্গ পেসার। যা বর্ডার-গাভাসকার ট্রফিতে অংশগ্রহণের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
2023 বিশ্বকাপের মাঝে হাঁটুতে চোট পান শামি। দলের স্বার্থে তাই নিয়েই খেলেছিলেন। বিশ্বকাপ পরবর্তী সময় লন্ডনে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তারপর থেকে রিহ্যাবের মধ্যে রয়েছেন তিনি। বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শামির হাঁটু ফুলেছে। যা ঠিক হতে আরও 6-8 সপ্তাহ লেগে যেতে পারে। এর অর্থ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁর খেলা অনিশ্চিত। অন্তত শুরু থেকে ৷ যা ভারতীয় পেস বোলিংয়ের জন্য বড় ধাক্কা ৷ শামি নিজেও জানিয়েছেন সম্পূর্ণ ফিট না-হওয়া পর্যন্ত কোনও তাড়াহুড়ো করবেন না তিনি। দিনকয়েক আগে সিএবি'র অবনুষ্ঠানে এসে স্পষ্ট করেছিলেন সে কথা ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের কথায়, "সামি বোলিং শুরু করেছেন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে দ্রুত ফেরার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ওর হাঁটুতে সম্প্রতি সমস্যা দেখা গিয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম চোট পরীক্ষা করছে ৷ সম্পূর্ণ সারতে সময় লাগবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিমের কাছে এটা একটা ধাক্কা। ওরা এক বছরেরও বেশি সময় ধরে শামির চোট নিয়ে কাজ করছে।"