ETV Bharat / city

আদিবাসী পাড়ায় রাত্রিযাপন, লুঙ্গি-গেঞ্জি পরে জনসংযোগ করছেন জিতেন্দ্র - asansol meyor meet public

লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেই আমজনতার অভিযোগ শুনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পেরে খুশি এলাকার লোকজন ৷

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Aug 17, 2019, 7:16 PM IST

Updated : Aug 18, 2019, 5:31 AM IST

দুর্গাপুর, 17 অগাস্ট: লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেই আমজনতার অভিযোগ শুনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ নিজের বিধানসভা অঞ্চলের অন্তর্গত কালীগঞ্জ গ্রামের গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পেরে খুশি এলাকার লোকজন ৷

তৃণমূল নেত্রীর নির্দেশ পেয়ে জনপ্রতিনিধিরা এখন ব্যাস্ত জনসংযোগে ৷ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি "দিদিকে বলো" কর্মসূচিকে সার্থক করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভাব-অভিযোগের কথা শুনলেন ৷ গতরাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার কালীগঞ্জ গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন ৷ বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের TMC-র সভাপতি সুজিত মুখোপাধ্যায় ৷ গতকাল রাত থেকেই এলাকা মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন বিধায়ক ৷

আরও পড়ুন: আসুন কুস্তি লড়ি, দেখি কার কত শক্তি : বাবুলকে চ্যালেঞ্জ জিতেন্দ্রর

আজ সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে এলাকার কচিকাঁচাদের সঙ্গে আড্ডায় মাতেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, "দিদি এমন একটা সু্যোগ করে দিলেন, যা ভাষায় প্রকাশ করা যাবে না ৷ এতদিন লোকের মুখে শুনতাম ৷ এখন নিজের চোখে দেখছি, কানে শুনছি এলাকাবাসীর অভিযোগ শুনছি ৷ তাদের বলেছি এরপর যেদিন এখানে আসব, যে সমস্যা শুনেছি তা আর শুনতে হবে না ৷ "

দুর্গাপুর, 17 অগাস্ট: লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেই আমজনতার অভিযোগ শুনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ নিজের বিধানসভা অঞ্চলের অন্তর্গত কালীগঞ্জ গ্রামের গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পেরে খুশি এলাকার লোকজন ৷

তৃণমূল নেত্রীর নির্দেশ পেয়ে জনপ্রতিনিধিরা এখন ব্যাস্ত জনসংযোগে ৷ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি "দিদিকে বলো" কর্মসূচিকে সার্থক করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভাব-অভিযোগের কথা শুনলেন ৷ গতরাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার কালীগঞ্জ গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন ৷ বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের TMC-র সভাপতি সুজিত মুখোপাধ্যায় ৷ গতকাল রাত থেকেই এলাকা মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন বিধায়ক ৷

আরও পড়ুন: আসুন কুস্তি লড়ি, দেখি কার কত শক্তি : বাবুলকে চ্যালেঞ্জ জিতেন্দ্রর

আজ সকালে ঘুম থেকে উঠে লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে এলাকার কচিকাঁচাদের সঙ্গে আড্ডায় মাতেন জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি বলেন, "দিদি এমন একটা সু্যোগ করে দিলেন, যা ভাষায় প্রকাশ করা যাবে না ৷ এতদিন লোকের মুখে শুনতাম ৷ এখন নিজের চোখে দেখছি, কানে শুনছি এলাকাবাসীর অভিযোগ শুনছি ৷ তাদের বলেছি এরপর যেদিন এখানে আসব, যে সমস্যা শুনেছি তা আর শুনতে হবে না ৷ "

Intro:দিদির নির্দেশে জনপ্রতিনিধিরা এখন ব্যাস্ত জনসংযোগে।পান্ডবেশ্বরের বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি শুক্রবার নিশিযাপন করলেন তার বিধানসভা অঞ্চলের কালীগঞ্জ গ্রামের গুনধর মুর্মুর বাড়িতে।লুঙ্গি আর স্যাণ্ডো গেঞ্জি পরিহিত বিধায়ক রাত পার করে সকালেও আড্ডা দিলেন এলাকার আমজনতার সাথে।আর বিধায়ক কে এভাবে পেয়ে খুশি দীনদরিদ্র মানুষেরা।
পান্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারি দিদি কে বলো কর্মসূচি কে সার্থকতা দিতে এবং দিদির নির্দেশে এলাকার আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের সাথে নিশিযাপন কর্মসুচীকে সফল করতে শুক্রবার রাত কাটালেন দুর্গাপুরের নিউটাউনশীপ থানার কালীগঞ্জ গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত গুনধর মুর্মুর বাড়িতে।তার বাড়িতে রাতে রুটি,আলুপটল ভাজা,টক দই দিয়ে ডিনার সারলেন বিধায়ক।আর এই নিশিযাপনে তার সঙ্গী ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের টিএমসি র সভাপতি সুজিত মুখার্জি। বিধায়ক লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে দড়ির খাটে সুখ নিদ্রা দেন।তার আগে অবশ্য সন্ধ্যা থেকে এলাকার মানুষের অভাব-অভিযোগের কথাও শুনলেন। ঘুম থেকে ওঠার পরে সকালে এলাকার কচিকাঁচাদের সাথে আড্ডায় মাতলেন বিধায়ক।জীতেন্দ্র তিওয়ারি বলেন, "" দিদি এমন একটা সু্যোগ করে দিলেন যা ভাষায় প্রকাশ করা যাবেনা।এতদিন লোকের মুখে কানে শুনতাম।এখন নিজের চোখে দেখছি কানে শুনছি।আমি বলেছি এর পরে যেদিন এখানে আসব যে সমস্যা শুনেছি তা আর শুনতে হবেনা।""এলাকার মানুষ খুশি বিধায়ক কে এভাবে কাছে পেয়ে।Body:ফConclusion:গ
Last Updated : Aug 18, 2019, 5:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.