ETV Bharat / city

AMC Election 2022 : পাননি পছন্দের ওয়ার্ড, তাই প্রার্থী হয়েও নির্দলে লড়ার হুঁশিয়ারি বিজেপি নেতার

পছন্দ মতো ওয়ার্ডে প্রার্থী হতে না পেরে নির্দল হিসেবে আসানসোল পৌরনিগম নির্বাচনে (WB Civic Poll 2022) লড়াইয়ের হুঁশিয়ারি দিলের বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরী ৷ তাঁর অভিযোগ, জেলা সভাপতি ষড়যন্ত্র করে তাঁকে 42নং ওয়ার্ডের বদলে 47নং ওয়ার্ডের প্রার্থী করিয়েছেন ৷ সুদীপ চৌধুরীর দাবি, তিনি, 47নং ওয়ার্ডে প্রার্থী হলে নিশ্চিতভাবে সেখানে হারবেন (Asansol Municipality Election) ৷

WB Civic Poll 2022
WB Civic Poll 2022
author img

By

Published : Jan 1, 2022, 2:05 PM IST

আসানসোল, 1 জানুয়ারি : বিজেপির তরফে তাঁকে আসানসোল পৌরনিগমের ভোটে (Asansol Municipality Election) প্রার্থী করা হয়েছে ৷ কিন্তু, ওয়ার্ড পছন্দ হয়নি বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর ৷ আর তাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে পছন্দের ওয়ার্ড থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন তিনি (BJP Candidate Not Happy With His Candidature Ward of Asansol Municipality Election) ৷

শুক্রবার আসানসোল পৌরনিগম নির্বাচনের (WB Civic Poll 2022) জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ৷ সেই প্রার্থী তালিকায় 47নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা সুদীপ চৌধুরী ৷ কিন্তু, বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর সেই ওয়ার্ড পছন্দ হয়নি ৷ অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে দাঁড়ালে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে ৷

পাননি পছন্দের ওয়ার্ড, তাই প্রার্থী হয়েও নির্দলে লড়ার হুঁশিয়ারি বিজেপি নেতার

সুদীপ চৌধুরী বলেন, ‘‘আমি 42নং ওয়ার্ডে দাঁড়াতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলাম ৷ এমনকি দলের সম্মতিতেই 42নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছিলাম ৷ কিন্তু, গতকাল জানলাম আমাকে 47নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে 50 শতাংশ সংখ্যালঘু ভোটার ৷ কখনই জেতা সম্ভব নয় ৷ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে জেলা সভাপতি ও আসানসোল উত্তর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী আমাকে ওই ওয়ার্ডে দাঁড় করিয়েছেন ৷ আমার পরিবর্তে 42নং ওয়ার্ডে এমন একজনকে প্রার্থী করা হয়েছে ৷ যিনি জেলা সভাপতির বাড়িতে কাজ করেন ৷’’

আরও পড়ুন : WB Civic Poll 2022 : চন্দননগরের ভাগাড়ে জমে পাঁচ দশকের আবর্জনা, দুর্গন্ধে জেরবার জনতা

নিজের প্রতি অবিচারের অভিযোগ তুলে সুদীপ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন ৷ বিজেপির তরফে যদি সিদ্ধান্ত বদল না করা হয় ৷ তবে, তিনি 42নং ওয়ার্ড থেকে ত্রিশুল চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন ৷ যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ৷

আসানসোল, 1 জানুয়ারি : বিজেপির তরফে তাঁকে আসানসোল পৌরনিগমের ভোটে (Asansol Municipality Election) প্রার্থী করা হয়েছে ৷ কিন্তু, ওয়ার্ড পছন্দ হয়নি বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর ৷ আর তাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে পছন্দের ওয়ার্ড থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন তিনি (BJP Candidate Not Happy With His Candidature Ward of Asansol Municipality Election) ৷

শুক্রবার আসানসোল পৌরনিগম নির্বাচনের (WB Civic Poll 2022) জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ৷ সেই প্রার্থী তালিকায় 47নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা সুদীপ চৌধুরী ৷ কিন্তু, বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর সেই ওয়ার্ড পছন্দ হয়নি ৷ অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে দাঁড়ালে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে ৷

পাননি পছন্দের ওয়ার্ড, তাই প্রার্থী হয়েও নির্দলে লড়ার হুঁশিয়ারি বিজেপি নেতার

সুদীপ চৌধুরী বলেন, ‘‘আমি 42নং ওয়ার্ডে দাঁড়াতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলাম ৷ এমনকি দলের সম্মতিতেই 42নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছিলাম ৷ কিন্তু, গতকাল জানলাম আমাকে 47নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে 50 শতাংশ সংখ্যালঘু ভোটার ৷ কখনই জেতা সম্ভব নয় ৷ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে জেলা সভাপতি ও আসানসোল উত্তর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী আমাকে ওই ওয়ার্ডে দাঁড় করিয়েছেন ৷ আমার পরিবর্তে 42নং ওয়ার্ডে এমন একজনকে প্রার্থী করা হয়েছে ৷ যিনি জেলা সভাপতির বাড়িতে কাজ করেন ৷’’

আরও পড়ুন : WB Civic Poll 2022 : চন্দননগরের ভাগাড়ে জমে পাঁচ দশকের আবর্জনা, দুর্গন্ধে জেরবার জনতা

নিজের প্রতি অবিচারের অভিযোগ তুলে সুদীপ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন ৷ বিজেপির তরফে যদি সিদ্ধান্ত বদল না করা হয় ৷ তবে, তিনি 42নং ওয়ার্ড থেকে ত্রিশুল চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন ৷ যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.