আসানসোল, 2 জুন : বার্নপুর ইস্কো কারখানায় দুর্ঘটনায় 2 ঠিকা শ্রমিকের মৃত্যু । আজ দুপুরের শিফটে কারখানার কোকোভ্যান ইউনিটে 11 নম্বর ব্যাটারিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যাটারির গ্যাস লিক করেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে । তাঁদের নাম সুমন বিশ্বাস, বয়স 40 বছর এবং বাবন সরকার, বয়স 37 বছর ৷
প্রত্যক্ষদর্শীদের মতে 11 নম্বর ব্যাটারির চেম্বারে নেমে আবর্জনা পরিষ্কার করছিলেন তাঁরা । নিচে নেমেছিল ঠিকাকর্মী সুমন বিশ্বাস । সেই সময়ই সুমন ব্যাটারির বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন বলে অনুমান । কোনওভাবে ব্যাটারির গ্যাস লিক করেছিল বলে মনে করা হচ্ছে । এর পর সুমনকে উদ্ধার করতে নিচে নেমে যান বাবন সরকার ৷ তিনিও বিষাক্ত গ্যাসের শিকার হয়ে সেখানেই লুটিয়ে পড়েন । পরবর্তী সময়ে অন্য শ্রমিকরা নিচে নামার চেষ্টা করলেও গ্যাসের গন্ধ পেয়ে ঝুঁকি নেননি । পরবর্তীকালে সিআইএসএফ জওয়ানরা এসে দু’জনকে উদ্ধার করে বার্নপুর ইস্কো হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন ৷ প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসের কারণেই দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : 3 দিন পর গেঞ্জি কারখানা থেকে 4 শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার
এই ঘটনার পর অন্য শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন ৷ ঘটনায় বারবার ঠিকা শ্রমিকদের মৃত্যুর মুখে ফেলা হচ্ছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা । অভিযোগ ঠিকা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি ঠিকঠাকভাবে মানা হয় না । অন্যদিকে, শ্রমিক ইউনিয়নের নেতারা এই দুই শ্রমিকের মৃত্যুর পর তাঁদের পরিবারের চাকরির দাবি করেছেন । যদিও এই প্রসঙ্গে ইস্কো কর্তৃপক্ষ কিছু জানাতে রাজি হয়নি ।