ETV Bharat / city

গ্যারেজ ম্যানেজারকে মারধরে জড়িত থাকায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর - jamuria

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই প্রাক্তন কাউন্সিলর ৷

জামুরিয়া
জামুরিয়া
author img

By

Published : Nov 30, 2020, 11:08 PM IST

জামুড়িয়া, 30 নভেম্বর : অটোমোবাইল গ্যারেজে ম্যানেজারকে কাঠের বাট দিয়ে মাথায় মারার অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর যখম হন ওই ম্যানেজার ৷ আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জামুড়িয়া থানায় দায়ের করা হয়েছে অভিযোগ ৷ জামুড়িয়ার সাতগ্রামের ঘটনা ৷

অভিযোগ, আজ ওই গ্যারেজে চড়াও হয় আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাটুল রজক সহ তাঁর কয়েকজন অনুগামী। গ্যারেজের ম্যানেজারের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরের কথোপকথন চলাকালীন কাউন্সিলরের এক অনুগামী ম্যানেজারের মাথায় কাঠের বাট দিয়ে আঘাত করে। ভাঙচুর চালানো হয় গ্যারেজে । এরপরই কাউন্সিলর ও তাঁর অনুগামীরা ঘটনাস্থান থেকে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।


ওই গ্যারেজের কর্মী প্রসূন হালদার জানান, "22-25 জন গ্যারেজের ভেতরে ঢুকে পড়ে। ম্যানেজার উপর চড়াও হয়। দুষ্কৃতীদের মধ্যে এক ব্যক্তি ম্যানেজারের চেয়ারে লাথি মেরে ৷ তখন ম্যানেজারবাবু চেয়ার থেকে পড়ে যান ৷ ওই সময় কাঠের বাট দিয়ে আঘাত করা হয় তাঁকে ৷ মারের জেরে মাথা ফেটে যায় ম্যানেজারের ৷ পাশাপাশি, গ্যারেজে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রাক্তন কাউন্সিলর ৷ বাটুল রজকের দাবি করেন, তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সম্প্রতি ওই গ্যারেজে কর্মরত তিন নিরাপত্তারক্ষীর কাজ চলে যায়৷ তাদের পুনরায় কাজে বহাল করা নিয়ে আলোচনা করছিলেন ম্যানেজারের সঙ্গে ৷ এমন সময় মদ্যপ এক যুবক ম্যানেজারের চেয়ারে লাথি মারে। ম্যানেজার মাটিতে পড়ে যায়। তখনই মাথা ফেটে তার ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

জামুড়িয়া, 30 নভেম্বর : অটোমোবাইল গ্যারেজে ম্যানেজারকে কাঠের বাট দিয়ে মাথায় মারার অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর যখম হন ওই ম্যানেজার ৷ আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জামুড়িয়া থানায় দায়ের করা হয়েছে অভিযোগ ৷ জামুড়িয়ার সাতগ্রামের ঘটনা ৷

অভিযোগ, আজ ওই গ্যারেজে চড়াও হয় আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাটুল রজক সহ তাঁর কয়েকজন অনুগামী। গ্যারেজের ম্যানেজারের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরের কথোপকথন চলাকালীন কাউন্সিলরের এক অনুগামী ম্যানেজারের মাথায় কাঠের বাট দিয়ে আঘাত করে। ভাঙচুর চালানো হয় গ্যারেজে । এরপরই কাউন্সিলর ও তাঁর অনুগামীরা ঘটনাস্থান থেকে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ।


ওই গ্যারেজের কর্মী প্রসূন হালদার জানান, "22-25 জন গ্যারেজের ভেতরে ঢুকে পড়ে। ম্যানেজার উপর চড়াও হয়। দুষ্কৃতীদের মধ্যে এক ব্যক্তি ম্যানেজারের চেয়ারে লাথি মেরে ৷ তখন ম্যানেজারবাবু চেয়ার থেকে পড়ে যান ৷ ওই সময় কাঠের বাট দিয়ে আঘাত করা হয় তাঁকে ৷ মারের জেরে মাথা ফেটে যায় ম্যানেজারের ৷ পাশাপাশি, গ্যারেজে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রাক্তন কাউন্সিলর ৷ বাটুল রজকের দাবি করেন, তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সম্প্রতি ওই গ্যারেজে কর্মরত তিন নিরাপত্তারক্ষীর কাজ চলে যায়৷ তাদের পুনরায় কাজে বহাল করা নিয়ে আলোচনা করছিলেন ম্যানেজারের সঙ্গে ৷ এমন সময় মদ্যপ এক যুবক ম্যানেজারের চেয়ারে লাথি মারে। ম্যানেজার মাটিতে পড়ে যায়। তখনই মাথা ফেটে তার ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.