আসানসোল, 22 মার্চ : পথকুকুরদের নিয়ে এই প্রথমবার কার্নিভাল অনুষ্ঠিত হল আসানসোলে ৷ পথসারমেয়দের র্যালি হল ৷ এছাড়াও তারা আরও নানা ধরনের খেলাধুলো ও কেরামতি দেখাল পথকুকুররা ৷ তারপর পুরস্কারও দেওয়া হল তাদের ৷ সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধী টিকাও দেওয়া হল সারমেয়দের ৷
বহু বছর ধরেই আসানসোলের একটি সংগঠন পথপশুদের নিয়ে কাজ করছে ৷ যাতে তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করতে না পারে তার ব্যবস্থা করা থেকে সারমেয়দের চিকিৎসা, তাদের খাওয়াদাওয়া, সবকিছুরই বন্দোবস্ত করে এই সংগঠন ৷
লকডাউনের সময় রাস্তার প্রায় 500 কুকুরকে প্রতিদিন দু’বেলা খাবার সরবরাহ করেছে এই সংগঠন ৷ এবার এই সংগঠনের পক্ষ থেকেই কার্নিভালের আয়োজন করা হয় বার্নপুর এসএসপি ময়দানে ৷
আরও পড়ুন : চার বছরে মিমির ম্যাক্স, বিশেষ ভিডিয়োয় বিভিন্ন মুহূর্তের কোলাজ
সংগঠনের সম্পাদক চন্দনা মুখোপাধ্যায় জানান, এসএসপি ময়দান থেকে বারি ময়দান পর্যন্ত একটি র্যালি আয়োজন করা হয় ৷ এই র্যালিতে সারমেয়রা অংশগ্রহণ করে ৷ তারা সবাই রাস্তা দিয়ে লাইন করে হেঁটে যায় ৷ এরপর মাঠে এসে তাদের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয় ৷ তাদের টিকাকরণ হয় ৷ পাশাপাশি, কুকুরদের পুরস্কৃতও করা হয়। মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন চন্দনা।