ETV Bharat / city

আসানসোলে 16টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ - মোবাইল উদ্ধার করল পুলিশ

হারিয়ে যাও 16টি ফোন তাদের মালিকের হাতে তুলে দিল আসানসোলের হীরাপুর থানার পুলিশ ৷ ফোনের আইএমইআই নম্বরের মাধ্যমে ফোনগুলি উদ্ধার করা হয়েছে ৷ ফোন ফিরে পেয়ে খুশি ওই 16জন ব্যক্তি ৷

police-recovered-16-lost-mobile-phones-and-handed-over-to-owners-in-asansol
আসানসোলে 16টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ
author img

By

Published : Feb 28, 2021, 1:51 PM IST

আসানসোল, 28 ফেব্রুয়ারি : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ক'রে সেটি মালিকের হাতে ফিরিয়ে দিল আসানসোলের হীরাপুর থানার পুলিশ। মোট 16 জনের হারিয়ে যাওয়া মূল্যবান স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ । ফোন পেয়ে খুশি আসানসোলের বার্নপুর এলাকার ওই 16 জন বাসিন্দা ।

বার্নপুর ডেইলি মার্কেট সহ স্টেশন রোড বাজার ও বিভিন্ন জায়গায় অনেকেই মোবাইল হারিয়েছিলেন ৷ সেই মোবাইল ফোনগুলি এবার উদ্ধার করল আসানসোলের বার্নপুরের হীরাপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে ফোনগুলি রাস্তায় কুড়িয়ে পেয়ে নিজেদের কাছে রেখে দিয়েছিল বেশ কয়েকজন ৷ মোবাইল ফোন হারানোর অভিযোগ পেয়ে পুলিশ আইএমইআই নম্বর ধরে ফোনগুলিকে ট্র‍্যাক করার চেষ্টা করে ৷ সেই মতো 16টি অ্যানড্রয়েড ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। যথাযথ প্রমাণ দেখে ফোনগুলি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হীরাপুর থানার ওসি রাহুলদেব মণ্ডল এবং হীরাপুরের সার্কেল ইন্সপেক্টর শিবরাম পাল ফোনগুলি তুলে দেন বাসিন্দাদের হাতে।
আরও পড়ুন : মেলেনি মৃত ব্যবসায়ীর পরিবারের খোঁজ, চিন্তার পারদ বাড়ল আসানসোল পুলিশের

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি সবাই । ফোন ফিরে পেয়ে নাগরিকরা জানালেন, তাঁরা ফোন ফিরে পাওয়ার আশা প্রায়া ছেড়েই দিয়েছিলেন ৷

আসানসোল, 28 ফেব্রুয়ারি : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ক'রে সেটি মালিকের হাতে ফিরিয়ে দিল আসানসোলের হীরাপুর থানার পুলিশ। মোট 16 জনের হারিয়ে যাওয়া মূল্যবান স্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ । ফোন পেয়ে খুশি আসানসোলের বার্নপুর এলাকার ওই 16 জন বাসিন্দা ।

বার্নপুর ডেইলি মার্কেট সহ স্টেশন রোড বাজার ও বিভিন্ন জায়গায় অনেকেই মোবাইল হারিয়েছিলেন ৷ সেই মোবাইল ফোনগুলি এবার উদ্ধার করল আসানসোলের বার্নপুরের হীরাপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে ফোনগুলি রাস্তায় কুড়িয়ে পেয়ে নিজেদের কাছে রেখে দিয়েছিল বেশ কয়েকজন ৷ মোবাইল ফোন হারানোর অভিযোগ পেয়ে পুলিশ আইএমইআই নম্বর ধরে ফোনগুলিকে ট্র‍্যাক করার চেষ্টা করে ৷ সেই মতো 16টি অ্যানড্রয়েড ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। যথাযথ প্রমাণ দেখে ফোনগুলি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হীরাপুর থানার ওসি রাহুলদেব মণ্ডল এবং হীরাপুরের সার্কেল ইন্সপেক্টর শিবরাম পাল ফোনগুলি তুলে দেন বাসিন্দাদের হাতে।
আরও পড়ুন : মেলেনি মৃত ব্যবসায়ীর পরিবারের খোঁজ, চিন্তার পারদ বাড়ল আসানসোল পুলিশের

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি সবাই । ফোন ফিরে পেয়ে নাগরিকরা জানালেন, তাঁরা ফোন ফিরে পাওয়ার আশা প্রায়া ছেড়েই দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.