ETV Bharat / city

সুরক্ষা বলয়ে বাজারের থলে, মানুষজন মত্ত জমায়েতে, ঝগড়ায় - জমায়েত

রেশন দোকানের বাইরে পুলিশের এঁকে দেওয়া সুরক্ষা বলয়ে বাজারের থলেকে রেখে মানুষজন জমিয়ে তর্ক, ঝগড়ায় মেতে উঠছে গা ঘেঁষাঘেষী করেই। আসানসোলের রাহা লেন, SB গরাই রোডের ইসমাইল মোড় সর্বত্র একই চিত্র। পুলিশ থাকলেও তাঁদেরকে মানছেই না আমজনতা।

lockdown
সুরক্ষা বলয়ে বাজারের থলে
author img

By

Published : Apr 2, 2020, 8:11 PM IST

Updated : Apr 2, 2020, 10:28 PM IST

আসানসোল, ২ এপ্রিল : কথাতেই আছে স্বভাব যায় না কিছুতেই। কোরোনা ভাইরাস রুখতে সরকার মরিয়া চেষ্টা করছে। লকডাউন চলছে । পুলিশ, প্রশাসন মানুষকে জমায়েত করতে নিষেধ করছে। যাতে কোনওভাবে কোরোনা ছড়িয়ে না যায়। কিন্তু কে কার কথা শোনে ! রেশন দোকানের বাইরে পুলিশের এঁকে দেওয়া সুরক্ষা বলয়ে বাজারের থলে রেখে মানুষজন জমিয়ে তর্ক, ঝগড়ায় মেতে উঠছে গা ঘেঁষাঘেষী করেই।

পুলিশের এঁকে দেওয়া সুরক্ষা বলয়ে বাজারের থলে


গত দুদিন ধরেই রেশন দোকানগুলির বাইরে উপচে পড়া ভিড়। মানুষজন দীর্ঘলাইন দিয়ে রেশন তুলছেন। পুলিশ আগাম আঁচ করে লাইন দেওয়ার জন্য নির্দিষ্ট দুরত্বে চকখড়ি দিয়ে এঁকে দিয়েছেন সুরক্ষা বলয়। নির্দিষ্ট দূরত্বে সেই বলয়ে দাঁড়িয়েই লাইন দিতে হবে রেশন তোলার জন্য। কিন্তু কোথায় কী? পুলিশের এঁকে দেওয়া সাদা সুরক্ষা বলয়ে শোভা পাচ্ছে বাজারের থলে। থলেগুলিকে লাইনে দিয়ে মানুষজন মেতে উঠছে জমায়েতে আড্ডায় বা কে আগে মাল নেবে তা নিয়ে অশান্তি ঝগড়ায়।

আসানসোলের রাহা লেন, SB গরাই রোডের ইসমাইল মোড় সর্বত্র একই চিত্র। পুলিশ থাকলেও তাঁদেরকে মানছেই না আমজনতা। কেউ কেউ প্রতিবাদ করলে পুলিশই তাঁদের তেড়ে আসছে বলে অভিযোগ। রাহা লেনে রেশন নিতে আসা এমনই এক ক্রেতা শুভাশিস ধর জানালেন, কেউ কোনও নিয়ম মানছেন না। পুলিশ রয়েছে লোক দেখানোর জন্য। পুলিশের নির্দেশও কেউ মানছে না।

আসানসোল, ২ এপ্রিল : কথাতেই আছে স্বভাব যায় না কিছুতেই। কোরোনা ভাইরাস রুখতে সরকার মরিয়া চেষ্টা করছে। লকডাউন চলছে । পুলিশ, প্রশাসন মানুষকে জমায়েত করতে নিষেধ করছে। যাতে কোনওভাবে কোরোনা ছড়িয়ে না যায়। কিন্তু কে কার কথা শোনে ! রেশন দোকানের বাইরে পুলিশের এঁকে দেওয়া সুরক্ষা বলয়ে বাজারের থলে রেখে মানুষজন জমিয়ে তর্ক, ঝগড়ায় মেতে উঠছে গা ঘেঁষাঘেষী করেই।

পুলিশের এঁকে দেওয়া সুরক্ষা বলয়ে বাজারের থলে


গত দুদিন ধরেই রেশন দোকানগুলির বাইরে উপচে পড়া ভিড়। মানুষজন দীর্ঘলাইন দিয়ে রেশন তুলছেন। পুলিশ আগাম আঁচ করে লাইন দেওয়ার জন্য নির্দিষ্ট দুরত্বে চকখড়ি দিয়ে এঁকে দিয়েছেন সুরক্ষা বলয়। নির্দিষ্ট দূরত্বে সেই বলয়ে দাঁড়িয়েই লাইন দিতে হবে রেশন তোলার জন্য। কিন্তু কোথায় কী? পুলিশের এঁকে দেওয়া সাদা সুরক্ষা বলয়ে শোভা পাচ্ছে বাজারের থলে। থলেগুলিকে লাইনে দিয়ে মানুষজন মেতে উঠছে জমায়েতে আড্ডায় বা কে আগে মাল নেবে তা নিয়ে অশান্তি ঝগড়ায়।

আসানসোলের রাহা লেন, SB গরাই রোডের ইসমাইল মোড় সর্বত্র একই চিত্র। পুলিশ থাকলেও তাঁদেরকে মানছেই না আমজনতা। কেউ কেউ প্রতিবাদ করলে পুলিশই তাঁদের তেড়ে আসছে বলে অভিযোগ। রাহা লেনে রেশন নিতে আসা এমনই এক ক্রেতা শুভাশিস ধর জানালেন, কেউ কোনও নিয়ম মানছেন না। পুলিশ রয়েছে লোক দেখানোর জন্য। পুলিশের নির্দেশও কেউ মানছে না।

Last Updated : Apr 2, 2020, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.