আসানসোল, 14 এপ্রিল : গোটা দেশে চলছে লকডাউন । পয়লা বৈশাখের দিনে অন্যান্য বছর তিল ধারণের জায়গা থাকে না আসানসোল বাজারে । কিন্তু আজ পুরো আলাদা ছবি । সুনসান বাজার এলাকা । সেখানে আজ শুধুই স্তব্ধতা আর হতাশা । কবে আবার সব স্বাভাবিক হবে পরিস্থিতি? উত্তর জানা নেই কারও ।
আসানসোলের TP মার্কেটে অন্যান্য বছর এই সময়ে থাকত মানুষের উপচে পড়া ভিড় । বিকিকিনির পসরা । পাঞ্জাবি, কুর্তা, ধুতি থেকে শুরু করে শাড়ি, চুড়িদার সবই মিলত এখানে । নতুন বছরের নতুন পোশাকের জন্য ভিড় করত সবাই । কিন্তু কোরোনা রুখতে দেশজুড়ে যে লকডাউন চলছে তাতে বন্ধ গোটা আসানসোল বাজার । পালটেছে সেই চেনা ছবি । আতঙ্কে TP মার্কেটের গলিমুখী হচ্ছে না আসানসোলবাসী । কবে পুরোপুরিভাবে লকডাউন শেষ হবে, কবে বাজার খুলবে, কবে সেই চেনা ছন্দে আবার মেতে উঠবে আসানসোল বাজার, কেউই জানে না ।
আসানসোলের প্রসিদ্ধ এক বিপণির কর্ণধার সোমনাথ ঘাঁটির সঙ্গে এই বিষয়ে প্রশ্ন করতে তিনি জানান "পয়লা বৈশাখের বা চৈত্র সেলের বিক্রি নেই, দোকান বন্ধ, এটা ব্যবসায়ীদের কাছে আর্থিক ক্ষতির কারণ অবশ্যই, কিন্তু আমরা চাইছি আগে সমগ্র দেশ সুস্থ হয়ে উঠুক এটাই প্রার্থনা ।"
কবে আবার আলো জ্বলবে দোকানে, কবে আবার ভিড় জমবে খদ্দেরদের, ব্যবসায়ীরা কেউ জানে না । ফুটপাথে যে হকাররা জিনিসের পসরা নিয়ে বসত তারাও নেই আজ । কীভাবে দিন চলছে ছোটো খাটো ব্যবসায়ীদের? সেই উত্তরও অজানা ।