ETV Bharat / city

টাকা দিলে নিয়ে নিও, ভোটটা দিদিকেই দিও : মুনমুন - ranigunj

আজ রানিগঞ্জে ভোটের প্রচারে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মুনমুন সেন বলেন, "অন্য পার্টির লোকজন বাইরে থেকে আসবে। তোমাদের অনেক লোভ দেখাবে। তারা টাকা দিলে, নিয়ে নিও। কিন্তু ভোটটা দিদিকেই দিও।"

মুনমুন সেন
author img

By

Published : Mar 24, 2019, 6:48 PM IST

Updated : Mar 25, 2019, 12:15 AM IST

রানিগঞ্জ, 24 মার্চ : "আমি কারোর টাকা নিই না কারণ আমার দরকার নেই। অন্য পার্টির লোকজন বাইরে থেকে আসবে। তোমাদের অনেক লোভ দেখাবে। তারা টাকা দিলে, নিয়ে নিও। কিন্তু ভোটটা দিদিকেই দিও। মমতা ব্যানার্জিকেই দিও। দিদিকে তোমরা ভুল না।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোট প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

সভামঞ্চে এই কথা বলার পর মজা করে মুনমুন বলেন, "আগামীকাল সংবাদপত্রে এই খবর প্রকাশিত হবে আর সবাই এই নিয়ে আমাকে গালমন্দ করবেন।" তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।"

রানিগঞ্জ, 24 মার্চ : "আমি কারোর টাকা নিই না কারণ আমার দরকার নেই। অন্য পার্টির লোকজন বাইরে থেকে আসবে। তোমাদের অনেক লোভ দেখাবে। তারা টাকা দিলে, নিয়ে নিও। কিন্তু ভোটটা দিদিকেই দিও। মমতা ব্যানার্জিকেই দিও। দিদিকে তোমরা ভুল না।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোট প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

সভামঞ্চে এই কথা বলার পর মজা করে মুনমুন বলেন, "আগামীকাল সংবাদপত্রে এই খবর প্রকাশিত হবে আর সবাই এই নিয়ে আমাকে গালমন্দ করবেন।" তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।"

Intro:মুনমুন এর বাইট


Body:মুনমুনের বাইট


Conclusion:মুনমুন সেনের
Last Updated : Mar 25, 2019, 12:15 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.