রানিগঞ্জ, 24 মার্চ : "আমি কারোর টাকা নিই না কারণ আমার দরকার নেই। অন্য পার্টির লোকজন বাইরে থেকে আসবে। তোমাদের অনেক লোভ দেখাবে। তারা টাকা দিলে, নিয়ে নিও। কিন্তু ভোটটা দিদিকেই দিও। মমতা ব্যানার্জিকেই দিও। দিদিকে তোমরা ভুল না।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোট প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।
সভামঞ্চে এই কথা বলার পর মজা করে মুনমুন বলেন, "আগামীকাল সংবাদপত্রে এই খবর প্রকাশিত হবে আর সবাই এই নিয়ে আমাকে গালমন্দ করবেন।" তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।"