ETV Bharat / city

রাস্তায় গর্ত, গাড়ির কথা ভেবে কান্না মুনমুনের !

আসানসোলের রাস্তায় এত গর্ত যে নিজের গাড়ির কথা ভেবে কান্না পায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা ঠিক করে দেবেন।

মুনমুন সেন
author img

By

Published : Mar 24, 2019, 5:16 PM IST

Updated : Mar 24, 2019, 7:02 PM IST

রানিগঞ্জ, 24 মার্চ : "আসানসোল হল কলকাতার পরে সবচেয়ে বড় শহর। আপনারা সবাই এতবছর ধরে ট্যাক্স দিচ্ছেন। কিন্তু কোনও কাজ হয়নি। আমি অবাক হয়ে গেলাম, আসানসোলের রাস্তায় এত গর্ত! আমার কান্না পায় গাড়িটার কথা ভেবে। গাড়িটা আমার লক্ষ্মী। অনেক কাজ আছে ওর। আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে হবে।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোটের প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

সামনেই ভোট। তার আগে ভোটের ময়দানে প্রচারে আসানসোলের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ রানিগঞ্জের সভামঞ্চ থেকে আসানসোলের রাস্তার বেহাল দশার জন্য তিনি পরোক্ষভাবে বিদায়ি সাংসদ বাবুল সুপ্রিয়কেই দায়ি করেছেন। তাঁর বক্তব্য, আসানসোল এত বড় শহর হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়নের দিকে এত বছর কোনও নজর দেওয়া হয়নি। তবে রাস্তার দুরাবস্থার জন্য সাধারণ মানুষের নিত্য ভোগান্তির থেকেও তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে গাড়ির ভোগান্তি !

তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।" আজ রানিগঞ্জের সভা থেকে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা ঠিক করে দেবেন।

রানিগঞ্জ, 24 মার্চ : "আসানসোল হল কলকাতার পরে সবচেয়ে বড় শহর। আপনারা সবাই এতবছর ধরে ট্যাক্স দিচ্ছেন। কিন্তু কোনও কাজ হয়নি। আমি অবাক হয়ে গেলাম, আসানসোলের রাস্তায় এত গর্ত! আমার কান্না পায় গাড়িটার কথা ভেবে। গাড়িটা আমার লক্ষ্মী। অনেক কাজ আছে ওর। আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে হবে।" রানিগঞ্জের অমৃতনগর খনি এলাকায় আজ ভোটের প্রচারে এসে একথা বললেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

সামনেই ভোট। তার আগে ভোটের ময়দানে প্রচারে আসানসোলের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ রানিগঞ্জের সভামঞ্চ থেকে আসানসোলের রাস্তার বেহাল দশার জন্য তিনি পরোক্ষভাবে বিদায়ি সাংসদ বাবুল সুপ্রিয়কেই দায়ি করেছেন। তাঁর বক্তব্য, আসানসোল এত বড় শহর হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের উন্নয়নের দিকে এত বছর কোনও নজর দেওয়া হয়নি। তবে রাস্তার দুরাবস্থার জন্য সাধারণ মানুষের নিত্য ভোগান্তির থেকেও তাঁর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে গাড়ির ভোগান্তি !

তিনি আরও বলেন, "গত পাঁচ বছরে বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছি। বাঁকুড়ার রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেক ভালো।" আজ রানিগঞ্জের সভা থেকে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা ঠিক করে দেবেন।

Intro:আসানসোলে এত গর্ত , আমার প্রায় কান্নাকাটি লাগে গাড়িটা কথাটা ভেবেই ।


Body:" আসানসোলে এত গর্ত । আমার প্রায় কান্নাকাটি লাগে গাড়িটার কথা ভেবেই । গাড়িটি আমার লক্ষী, অনেক কাজ আছে ওর । অনেক জায়গা নিয়ে যেতে হবে " এমনই বললেন মুনমুন সেন । রবিবারে রানীগঞ্জে ভোট প্রচারে এসে রাস্তা বেহাল অবস্থা নিয়ে এইভাবে বক্তব্য রাখলেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন । এর আগেও তিনি অন্য কর্মীসভায় বেহাল রাস্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন । তবে রাস্তার জন্য সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গের থেকেও তার গাড়ির ভোগান্তি বেশি সামনে চলে আসায় বিতর্ক সৃষ্টি হয়েছে এই দিন


Conclusion:তিনি বলেন গত পাঁচ বছরের বাঁকুড়ার জন্য অনেক কিছু করেছেন । তার মুখ্যমন্ত্রী রাস্তাঘাট উন্নয়ন করেছেন। বাঁকুড়ার এখন অনেক ভালো বলে দাবি মুনমুন সেনের । অর্থাৎ আসানসোলের রাস্তা খারাপের জন্য রাজ্যের বদলে কেন্দ্রের দিকে আঙ্গুল তুলছেন । নাম না করে বাবুল কে কটাক্ষ করেছেন । এই দিন রানীগঞ্জের অমৃত নগর খনি এলাকায় তৃণমূলের কর্মী ও মহিলাদের বলেন আগামী পাঁচ বছরে তিনি বেহাল রাস্তা ঠিক করবেন ।
Last Updated : Mar 24, 2019, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.