ETV Bharat / city

গ্রামে জল কবে আসবে ? কর্মীসভায় প্রশ্নের মুখে মুনমুন

কর্মীসভার জন্য ট্যাঙ্কার আনা হয়েছিল। গ্রামবাসীদের জলের সমস্যার কথা শুনে সেই ট্যাঙ্কারের জল দেওয়া হয় গ্রামবাসীদের। যার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

কর্মীসভায় মুনমুন
author img

By

Published : Apr 19, 2019, 7:19 PM IST

Updated : Apr 20, 2019, 12:05 AM IST

রানিগঞ্জ, 19 এপ্রিল : আসানসোলে এবারে তৃণমূলের প্রার্থী মুনমুন সেন । চতুর্থ দফায় নির্বাচন এই কেন্দ্রে । বাঁকুড়া থেকে আসন পরিবর্তন করে এবারে তাঁকে আনা হয়েছে BJP-র তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র বিপরীতে । জোরকদমে চালাচ্ছেন ভোটের প্রচার । মায়ের ছবি সঙ্গে নিয়েও পোস্টারে তাঁর নামে প্রচার চলছে । তারই মাঝে আজ রানিগঞ্জে একটি কর্মীসভায় যান মুনমুন । সেখানে কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে । গ্রামবাসীরা প্রশ্ন করেন, "কেন গ্রামে জল নেই? জল আসবে কবে?" তারপরই তাঁরা ফের বলেন, "আমাদের জল চাই ।" পরিবর্তে অবশ্য জল দেওয়ার আশ্বাস দেন মুনমুন ।

ভিডিয়োয় শুনুন স্থানীয়বাসিন্দার বক্তব্য

মুনমুন বলেন, "জলের কষ্ট সারা পৃথিবীতেই । রাতারাতি তো জল আসে না । সময় লাগবে । অনেক গ্রামে জল দিতে হবে । তোমাদের গ্রামেও জল আসবে ।" গ্রামের মহিলারা জানান , তাঁদের গ্রামে পানীয় জলের সমস্যা খুব । গরমে আরও বেশি সমস্যা হয় । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের পুকুরের জলই ব্যবহার করতে হয় । এবার গরম পড়লে পুকুরের জলও অনেকটা শুকিয়ে যায় । তাই তখন আরও বেশি সমস্যা বেশি দেখা দেয় ।

জল না থাকায় প্রতিদিন রানিগঞ্জের একাধিক গ্রাম জলকষ্টে ভুগছে । শুধু রানিগঞ্জ নয় । গরমকালে জলের সমস্যা পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই । কিছুদিন আগে একইভাবে বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কেও প্রশ্নের মুখে পড়তে হয় । আজও সেভাবে প্রার্থীকে হাতের কাছে পেয়ে অভাব অভিযোগ করে গ্রামবাসীরা । তবে আশ্বাসের পাশাপাশি আজ খানিকটা জলও মেলে । মুনমুনের কর্মীসভায় যে ট্যাঙ্কার আনা হয়েছিল কর্মীসভা শেষে সেই ট্যাঙ্কারের জলই গ্রামবাসীদের দিয়ে দেওয়া হয় । যার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় ।

রানিগঞ্জ, 19 এপ্রিল : আসানসোলে এবারে তৃণমূলের প্রার্থী মুনমুন সেন । চতুর্থ দফায় নির্বাচন এই কেন্দ্রে । বাঁকুড়া থেকে আসন পরিবর্তন করে এবারে তাঁকে আনা হয়েছে BJP-র তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র বিপরীতে । জোরকদমে চালাচ্ছেন ভোটের প্রচার । মায়ের ছবি সঙ্গে নিয়েও পোস্টারে তাঁর নামে প্রচার চলছে । তারই মাঝে আজ রানিগঞ্জে একটি কর্মীসভায় যান মুনমুন । সেখানে কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে । গ্রামবাসীরা প্রশ্ন করেন, "কেন গ্রামে জল নেই? জল আসবে কবে?" তারপরই তাঁরা ফের বলেন, "আমাদের জল চাই ।" পরিবর্তে অবশ্য জল দেওয়ার আশ্বাস দেন মুনমুন ।

ভিডিয়োয় শুনুন স্থানীয়বাসিন্দার বক্তব্য

মুনমুন বলেন, "জলের কষ্ট সারা পৃথিবীতেই । রাতারাতি তো জল আসে না । সময় লাগবে । অনেক গ্রামে জল দিতে হবে । তোমাদের গ্রামেও জল আসবে ।" গ্রামের মহিলারা জানান , তাঁদের গ্রামে পানীয় জলের সমস্যা খুব । গরমে আরও বেশি সমস্যা হয় । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের পুকুরের জলই ব্যবহার করতে হয় । এবার গরম পড়লে পুকুরের জলও অনেকটা শুকিয়ে যায় । তাই তখন আরও বেশি সমস্যা বেশি দেখা দেয় ।

জল না থাকায় প্রতিদিন রানিগঞ্জের একাধিক গ্রাম জলকষ্টে ভুগছে । শুধু রানিগঞ্জ নয় । গরমকালে জলের সমস্যা পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই । কিছুদিন আগে একইভাবে বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়কেও প্রশ্নের মুখে পড়তে হয় । আজও সেভাবে প্রার্থীকে হাতের কাছে পেয়ে অভাব অভিযোগ করে গ্রামবাসীরা । তবে আশ্বাসের পাশাপাশি আজ খানিকটা জলও মেলে । মুনমুনের কর্মীসভায় যে ট্যাঙ্কার আনা হয়েছিল কর্মীসভা শেষে সেই ট্যাঙ্কারের জলই গ্রামবাসীদের দিয়ে দেওয়া হয় । যার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় ।

Ahmedabad (Gujarat), Apr 19 (ANI): Union Minister of External Affairs Sushma Swaraj addressed a gathering in Ahmedabad, where she spoke about Balakot air strike done by India on Pakistan. Swaraj said, "I will tell you all about country's security. In 2008, India had faced the most shocking terrorist attack, i.e 'Mumbai terror attack' or 26/11. You know around 166 people died in that attack, out of which 126 were Indians, while 40 were from 14 different countries. That terror attack had effects on not only national grounds but also on International grounds. It was the time and chance, when the central government could have joined hands with those 14 countries and could have boycotted Pakistan. But they lost that chance and did nothing." She further said, "On contrary to this, our Prime Minister Narendra Modi gave lesson to Pakistan with surgical strike and air strike. And, he also worked towards boycotting Pakistan on International ground. We told them that our air strike was a self defence stunt. Yes, we set our Army free but we also gave them two directions that no Pakistani citizen or soldier should be hurt. Their target was terror camps of Jaish-e-Mohammad, who took responsibility of those 40 died during Pulwama attack. Our Army did really great and responsible job and no Pakistani soldier or citizen died during the air strike. Our move was also appreciated on International grounds and they said they are with us."

Last Updated : Apr 20, 2019, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.