ETV Bharat / city

আসানসোলের মানুষের খোঁজ রাখেন না সাংসদ বাবুল: মলয় ঘটক - বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে মলয় ঘটক বলেন, "আমাদের সাংসদ হাওয়াই জাহাজে করে আসছেন । কলকাতা যাচ্ছেন । অথচ আসানসোলের মানুষ তাঁকে পায় না । আসানসোলের মানুষের দুঃখ-কষ্টের সময় বাবুল সুপ্রিয় তাদের পাশে থাকেন না।"

maloy ghatok
মলয় ঘটক
author img

By

Published : May 24, 2020, 10:19 PM IST

আসানসোল,24 মে : "উনি কেবল হাওয়াই জাহাজে উড়ে বেড়ান । আসানসোলের মানুষের খোঁজ রাখেন না । আসেন না।" আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।


কোরোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে । আসানসোল শহরেও কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । কিন্তু এই পরিস্থিতিতে সাংসদ বাবুল সুপ্রিয়কে আসানসোলে দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ । এর আগে লকডাউনের সময় ফেসবুকে বাবুল সুপ্রিয়-র হেয়ার স্টাইলের ছবি দেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এবার বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন মলয় ঘটক। তিনি বলেন, "আমাদের সাংসদ হাওয়াই জাহাজে করে আসছেন । কলকাতা যাচ্ছেন । অথচ আসানসোলের মানুষ তাঁকে পায় না । আসানসোলের মানুষের দুঃখ-কষ্টের সময় বাবুল সুপ্রিয় তাদের পাশে থাকেন না।"


আসানসোলে না এলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে দেখা গিয়েছিল তাঁকে । কিন্তু আসানসোলে আসেননি । যদিও এই বিষয়ে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আসানসোল,24 মে : "উনি কেবল হাওয়াই জাহাজে উড়ে বেড়ান । আসানসোলের মানুষের খোঁজ রাখেন না । আসেন না।" আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে এভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।


কোরোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে । আসানসোল শহরেও কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । কিন্তু এই পরিস্থিতিতে সাংসদ বাবুল সুপ্রিয়কে আসানসোলে দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ । এর আগে লকডাউনের সময় ফেসবুকে বাবুল সুপ্রিয়-র হেয়ার স্টাইলের ছবি দেওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এবার বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন মলয় ঘটক। তিনি বলেন, "আমাদের সাংসদ হাওয়াই জাহাজে করে আসছেন । কলকাতা যাচ্ছেন । অথচ আসানসোলের মানুষ তাঁকে পায় না । আসানসোলের মানুষের দুঃখ-কষ্টের সময় বাবুল সুপ্রিয় তাদের পাশে থাকেন না।"


আসানসোলে না এলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে দেখা গিয়েছিল তাঁকে । কিন্তু আসানসোলে আসেননি । যদিও এই বিষয়ে বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.