আসানসোল, 23 জুলাই: আসানসোলে এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে এর আগেও পৌরনিগম ঘেরাও করেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ পাশাপাশি পিএইচই দফতরেও তিনি সমস্যার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু, কোথাও সমাধান পাননি বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ তাই ফের একবার আসানসোল পৌরনিগমের দ্বারস্থ হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems) ৷
মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ-মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়দের সামনে গিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra at Asansol Corporation) ৷ আসানসোল পৌরনিগমের (Asansol Corporation) নরসমুদা গ্রাম সহ বিভিন্ন অঞ্চলে মাঝ রাতে পানীয় জল আসছে বলে অভিযোগ করেছেন বিধায়ক ৷ ফলে গ্রামবাসীদের সারারাত জেগে থাকতে হয় পানীয় জল সংগ্রহ করার জন্য ৷ বারবার সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি বলেই মেয়রকে জানিয়েছেন তিনি ৷
বার্নপুর শিল্পাঞ্চল জুড়ে নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক ৷ মেয়রের কাছে তিনি দাবি জানিয়েছেন, দ্রুত সেই সমস্যার যাতে সমাধান করা হয় ৷ তিনি অভিযোগ করেছেন, পৌরনিগম এলাকার নর্দমাগুলিতে আবর্জনা পড়ে ভর্তি হয়ে রয়েছে ৷ ফলে জল নিকাশি ব্যবস্থা বেহাল ৷ বৃষ্টি হলে নর্দমাগুলি দিয়ে জল বেরতে না পেরে তা জনবসতিতে ঢুকে পড়ছে ৷ দ্রুত নর্দমাগুলি পরিষ্কার করার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা ৷
আরও পড়ুন: Chaitali Tiwari: গাঁড়ুই নদী সংস্কারে বড়সড় দুর্নীতির অভিযোগ বিজেপি কাউন্সিলর চৈতালীর
মেয়র বিধান উপাধ্যায় দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ককে ৷ এ নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে, আগামী দিনে তিনি ফের পৌরনিগমে যাবেন ৷