ETV Bharat / city

Agnimitra at Asansol Corporation: আসানসোলের নিকাশি ও পানীয় জলের সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক অগ্নিমিত্রার - পানীয় জলের সমস্যা

পানীয় জল ও নিকাশি ব্যবস্থার সমস্যা নিয়ে এ বার আসানসোল পৌরনিগমে গেলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems) ৷ মেয়র বিধান উপাধ্যায় এবং তাঁর পারিষদদের সঙ্গে বৈঠক করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ৷ দাবি জানালেন, দ্রুত জমা জল ও পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে ৷

MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems
MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems
author img

By

Published : Jul 23, 2022, 11:15 AM IST

আসানসোল, 23 জুলাই: আসানসোলে এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে এর আগেও পৌরনিগম ঘেরাও করেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ পাশাপাশি পিএইচই দফতরেও তিনি সমস্যার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু, কোথাও সমাধান পাননি বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ তাই ফের একবার আসানসোল পৌরনিগমের দ্বারস্থ হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems) ৷

মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ-মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়দের সামনে গিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra at Asansol Corporation) ৷ আসানসোল পৌরনিগমের (Asansol Corporation) নরসমুদা গ্রাম সহ বিভিন্ন অঞ্চলে মাঝ রাতে পানীয় জল আসছে বলে অভিযোগ করেছেন বিধায়ক ৷ ফলে গ্রামবাসীদের সারারাত জেগে থাকতে হয় পানীয় জল সংগ্রহ করার জন্য ৷ বারবার সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি বলেই মেয়রকে জানিয়েছেন তিনি ৷

বার্নপুর শিল্পাঞ্চল জুড়ে নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক ৷ মেয়রের কাছে তিনি দাবি জানিয়েছেন, দ্রুত সেই সমস্যার যাতে সমাধান করা হয় ৷ তিনি অভিযোগ করেছেন, পৌরনিগম এলাকার নর্দমাগুলিতে আবর্জনা পড়ে ভর্তি হয়ে রয়েছে ৷ ফলে জল নিকাশি ব্যবস্থা বেহাল ৷ বৃষ্টি হলে নর্দমাগুলি দিয়ে জল বেরতে না পেরে তা জনবসতিতে ঢুকে পড়ছে ৷ দ্রুত নর্দমাগুলি পরিষ্কার করার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা ৷

পানীয় জল ও নিকাশি ব্যবস্থার সমস্যা নিয়ে আসানসোল পৌরনিগমে বিধায়ক অগ্নিমিত্রা পাল

আরও পড়ুন: Chaitali Tiwari: গাঁড়ুই নদী সংস্কারে বড়সড় দুর্নীতির অভিযোগ বিজেপি কাউন্সিলর চৈতালীর

মেয়র বিধান উপাধ্যায় দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ককে ৷ এ নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে, আগামী দিনে তিনি ফের পৌরনিগমে যাবেন ৷

আসানসোল, 23 জুলাই: আসানসোলে এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে এর আগেও পৌরনিগম ঘেরাও করেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ পাশাপাশি পিএইচই দফতরেও তিনি সমস্যার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু, কোথাও সমাধান পাননি বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ তাই ফের একবার আসানসোল পৌরনিগমের দ্বারস্থ হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul Meets Mayor Bidhan Upadhyay Regarding Asansol Drainage and Drinking Water Problems) ৷

মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ-মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়দের সামনে গিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra at Asansol Corporation) ৷ আসানসোল পৌরনিগমের (Asansol Corporation) নরসমুদা গ্রাম সহ বিভিন্ন অঞ্চলে মাঝ রাতে পানীয় জল আসছে বলে অভিযোগ করেছেন বিধায়ক ৷ ফলে গ্রামবাসীদের সারারাত জেগে থাকতে হয় পানীয় জল সংগ্রহ করার জন্য ৷ বারবার সমস্যার কথা জানিয়েও সমাধান হয়নি বলেই মেয়রকে জানিয়েছেন তিনি ৷

বার্নপুর শিল্পাঞ্চল জুড়ে নিকাশি ব্যবস্থা ঠিক নেই বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক ৷ মেয়রের কাছে তিনি দাবি জানিয়েছেন, দ্রুত সেই সমস্যার যাতে সমাধান করা হয় ৷ তিনি অভিযোগ করেছেন, পৌরনিগম এলাকার নর্দমাগুলিতে আবর্জনা পড়ে ভর্তি হয়ে রয়েছে ৷ ফলে জল নিকাশি ব্যবস্থা বেহাল ৷ বৃষ্টি হলে নর্দমাগুলি দিয়ে জল বেরতে না পেরে তা জনবসতিতে ঢুকে পড়ছে ৷ দ্রুত নর্দমাগুলি পরিষ্কার করার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা ৷

পানীয় জল ও নিকাশি ব্যবস্থার সমস্যা নিয়ে আসানসোল পৌরনিগমে বিধায়ক অগ্নিমিত্রা পাল

আরও পড়ুন: Chaitali Tiwari: গাঁড়ুই নদী সংস্কারে বড়সড় দুর্নীতির অভিযোগ বিজেপি কাউন্সিলর চৈতালীর

মেয়র বিধান উপাধ্যায় দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ককে ৷ এ নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে, আগামী দিনে তিনি ফের পৌরনিগমে যাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.