আসানসোল, 24 এপ্রিল : মদ খাইয়ে এক ব্যক্তিকে নরেন্দ্র মোদির জনসভায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে । সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি । হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় । মৃতের নাম মনোজ প্রামাণিক(৪৫) ওরফে টুনু । ঘটনাটি আসানসোল উত্তর থানার সরাকডি গ্রামের ।
গতকাল বাবুল সুপ্রিয়র সমর্থনে আসানোসোলে জনসভা করেন নরেন্দ্র মোদি । অভিযোগ, মদ খাইয়ে স্থানীয় বাসিন্দা মনোজ প্রামাণিককে সভায় নিয়ে যান BJP নেতা-কর্মীরা । গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি । স্বাস্থ্য টিমের সদস্যরা তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন । সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় । অভিযোগ, মৃত্যুর খবর পেয়েও হাসপাতালে আসেননি BJP নেতা, কর্মীরা ।
মনোজ প্রামাণিকের ছেলে অভিষেক বলেন, "বাবাকে মদ খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।" স্থানীয় এক বাসিন্দা বলেন, "BJP-র ছেলেরা ওঁকে মদ খাইয়ে নিয়ে যায় । অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভরতি করতেও BJP-র কেউ আসেনি । কোনও দল ওদের পাশে দাঁড়ায়নি ।"
ঘটনার নিন্দা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এক তৃণমূল নেতা বলেন, "মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করতে চাই না । তবে ঘটনাটি খুবই দুঃখজনক । আমরা ওঁর পরিবারের পাশে রয়েছি । যাদের মিটিং-এ মনোজ গেল, তাদেরই কেউ এখন ওঁর পরিবারের পাশে নেই । এটা দুর্ভাগ্যজনক ।"